ICC T20: আইসিসির ‘মোস্ট ভ্যালুয়েবল টিম’-এ বিরাট-সূর্য, দ্বাদশ ক্রিকেটার হার্দিক

রয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি
4g222mt_suryakumar-yadav-virat-kohli-afp_625x300_19_November_21
4g222mt_suryakumar-yadav-virat-kohli-afp_625x300_19_November_21

মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি ২০২২ টি-২০ বিশ্বকাপের ‘মোস্ট ভ্যালুয়েবল টিম’ ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা (ICC)। রবিবার মেলবোর্নে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে চলতি বছরের কুড়ি বিশের বিশ্বকাপ (T20 World Cup 2022)। বিশ্বকাপ শেষ হওয়ার পরদিন অর্থাৎ সোমবার সদ্য সমাপ্ত টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান দল ঘোষণা করেছে আইসিসি। 

পাকিস্তানকে হেলায় হারিয়ে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20) জিতল ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের সবচেয়ে বেশি সদস্য আইসিসির মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারদের নির্বাচিত একাদশে স্থান করে নিয়েছেন। তালিকায় জায়গা হয়েছে মাত্র দুই ভারতীয় ক্রিকেটারের। একজন বিরাট কোহলি (Virat Kohli) আর অন্যজন হলেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। আইসিসির সেরা একাদশে মোট ছটি দেশের ক্রিকেটাররা সুযোগ পেয়েছে।

আরও পড়ুন: লজ্জার হার ভারতের! ১০ উইকেটে জিতে ফাইনালে ইংল্যান্ড

ভ্যালুয়েবল ক্রিকেটার যাঁরা

ইংল্যান্ডের অধিনায়ক জন বাটলার, টুর্নামেন্টের সেরা স্যাম কারণ, ওপেনার আলেক্স হেলস রয়েছেন আইসিসির মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারদের তালিকায়। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ছাড়াও পাকিস্তানের তারকা বাঁ হাতি পেশার শাহিন আফ্রিদি এবং জিম্বাবয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাও রয়েছেন আইসিসির দলে। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছিলেন তিনি। তাঁর অপরাজেয় ঘোড়া ছুটেছে সেমিফাইনাল পর্যন্ত। যদিও ভারতীয় বোলিংয়ের দুর্বলতার কারণে রোহিত শর্মারা শেষ চারের গণ্ডি টপকাতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে ঝলসে উঠেছিল কোহলির ব্যাট। করেছিলেন অপরাজিত ৬৪ রান। ৬২ রানে অপরাজিত ছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। আর ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৫০ রানের ঝকঝকে ইনিংস খেলার পরেও দলের ব্যর্থতায়, ফাইনাল খেলা হল না। চার নম্বরে নেমে সূর্য কুমার যাদব দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছিলেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। টুর্নামেন্টে তার সংগ্রহ মোট মোট রান ২৩৯। আইসিসির এই তালিকায় দ্বাদশ স্থানটি পেয়েছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 

আইসিসির মোস্ট ভ্যালুয়েবেল একাদশ: অ্যালেক্স হেলস, জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, স্যাম কারান, এনরিচ নরকিয়া, মার্ক উড, শাহিন শাহ আফ্রিদি

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles