India vs South Africa: ইডেন মাতাতে কলকাতায় রোহিতরা! পিচ পরিদর্শনে কোচ দ্রাবিড় 

ICC ODI World Cup 2023: রবিবার ইডেনে বৃষ্টির সম্ভাবনা! কী বলছে আবহাওয়া দফতর?
WhatsApp-Image-2023-11-03-at-1814.36
WhatsApp-Image-2023-11-03-at-1814.36

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ-জ্বরে ভুগছে কলকাতা। ইডেন মাতাতে শহরে উপস্থিত বিরাট-রোহিত-শামি-সিরাজরা। তবে শুক্রবার সন্ধ্যায় ঝিরি ঝিরি বৃষ্টিতে চিন্তায় পড়ে গেলেন শহরের ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবারেও। তবে রবিবার আকাশ পরিষ্কার থাকারই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার শহরে পা রেখে  দলের ক্রিকেটাররা যখন হোটেলমুখী হলেন, তখন দ্রাবিড় ছুটলেন ইডেনে। বোলিং কোচকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ পিচ পর্যবেক্ষণ করেন। কথা বলেন ইডেনের পিচ কিউরেটর সুজয় মুখোপাধ্যায়ের সঙ্গেও। 

পিচ দেখলেন দ্রাবিড়

 প্রোটিয়াদের বিরুদ্ধে জেতা যে খুব একটা সহজ নয়, তা ভাল করেই জানেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তাই কলকাতায় নেমেই বোলিং কোচ পরশ মামরেকে নিয়ে রাহুল পৌঁছে গেলেন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। দু'জনে মিলে পিচ পর্যবেক্ষণ করলেন। জানা গিয়েছে, দু’টি ট্র্যাক তৈরি রাখা হয়েছে ম্যাচের জন্য। কোনটিতে খেলা হবে তা এখনও ঠিক হয়নি। রাহুলকে দেখে মনে হয়, সেমিফাইনালে ভারত চলে গেলেও পরের দু'টি ম্যাচ একেবারেই হাল্কাভাবে নিতে চান না তিনি। তারপর বিপক্ষ যদি হয়, দক্ষিণ আফ্রিকা তবে বাড়তি চাপ তো থাকবেই। প্রোটিয়াদের গুরুত্ব দিয়ে দেখছে ভারত। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, এই সেমিফাইনালে আগে ভারতকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে দক্ষিণ আফ্রিকা। ইডেনেও জয়ের ধারা বজায় রাখতে চায় ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই কাজটা সহজ নয়, সেটা সকলেই জানেন। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দুরন্ত ফর্মে আছে। প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি'কক স্বপ্নের ফর্মে আছেন। তাঁকে আউট করতে বুমরারা কী পন্থা নেন, সেটাই এখন দেখার।

দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং বনাম ভারতের বোলিং

দুই দলের শেষ ৬টা ওডিআই সাক্ষাতে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। ২০২২ সালের জানুয়ারি মাসে তিন ম্যাচের ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকা তাদের ঘরের মাঠে জিতেছিল। অন্যদিকে একই বছর ফিরতি লিগে ভারত নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। এই পরিস্থিতিতে রবিবার লড়াই হবে, দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং বনাম ভারতের বোলিং। প্রোটিয়াদের টপ অর্ডারকে ফেরানোর মত বোলার এখন দূরবীন দিয়ে খুঁজতে হবে। বোলারের ওভার শেষ হয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং অর্ডার শেষ হয় না। অন্যদিকে ভারতের বোলিং খেলার জন্য ব্য়াটারের অভাব দেখা গিয়েছে চলতি বিশ্বকাপে। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদের খেলতে পারছেন না কেউই। 
 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles