India vs Bangladesh: কোহলির শতরানে চারে চার! অষ্টমীতে পাঁচে-পাঁচ করার অপেক্ষা

ICC ODI World Cup 2023: অর্ধশতরান করলেন গিল, শাকিবের অভাব টের পেল বাংলাদেশ
F80MjMRasAAhiug
F80MjMRasAAhiug

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত। টানা চার ম্যাচ জিতল রোহিত ব্রিগেড। এদিন শাকিব আল হাসানের অভাব বোধ করল বাংলাদেশ। রোহিত, শুভমন, বিরাটদের রুখতে ব্যর্থ প্রতিপক্ষের অনভিজ্ঞ বোলিং। ২৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ৪১.৩ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বিরাট শতরান, গিল অর্ধশতরান করেন। রোহিত করেন ৪৮। 

বিরাট-শতরান

চলতি বিশ্বকাপে বিরাট কোহলি এদিন প্রথম শতরান করলেন। ছক্কা হাঁকিয়ে একশোয় পৌঁছন কোহলি। ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত বিরাট। কিছু দিন আগে শতরানের সুযোগ এসেছিল খোদ রাহুলের সামনে। তিনিও হিসাব কষে খেলেছিলেন। নিজের দোষে শেষ মুহূর্তে নিশ্চিত শতরান হাতছাড়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার কোহলির ক্ষেত্রে সেটা হতে দিতে চাননি। সে কারণেই কোহলি চাইলেও রাহুল খুচরো রান নিতে অস্বীকার করেন। ফিরিয়ে দেন কোহলিকে। শেষ বলে রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন কোহলি। শেষে ভারতের জয়ের জন্য দরকার ছুল ১ রান। আর কোহলির শতরানে দরকার ৩ রান। অবশেষে ছয় মেরে দলকে জেতালেন বিরাট।

দুরন্ত ভারত

এদিন পুনেতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শাকিবের বদলে আজ দলকে নেতৃত্ব দেন তিনি। কিন্তু তারকা অলরাউন্ডারের অনুপস্থিতে ভারতের তাবড় তাবড় ব্যাটারদের আউট করতে হিমশিম যায় ওপার বাংলার বোলাররা। তবে শুরুটা ভালই করে বাংলাদেশ। প্রথম উইকেটে ৯৩ রান যোগ করে তানজিদ হাসান এবং লিটন দাস। বিশ্বকাপের ইতিহাসে প্রথম উইকেটে তাঁদের সর্বোচ্চ পার্টনারশিপ। দু'জনেই অর্ধশতরান করেন। ৩টি ছয়, ৫টি চারের সাহায্যে ৪৩ বলে ৫১ রান করেন তানজিদ। ৮২ বলে ৬৬ রান করে আউট হয়। ইনিংসে ছিল ৭টি চার। ওপেনিং জুটি ভাঙতে যথেষ্ট কসরত করতে হয় ভারতীয় বোলারদের। শেষপর্যন্ত জুটি ভাঙেন কুলদীপ যাদব। ভাল বল করে জোড়া উইকেট তুলে নেন জাদেজাও। বাংলাদেশের মিডল অর্ডার ব্যর্থ হয়। 

ছন্দে গিল

বাংলাদেশের রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন রোহিত-গিল। এদিন ৭টি চার এবং ২টি ছয় মেরে বাংলাদেশের বোলারদের উপর দাপট দেখানোর পর ফিরে যান রোহিত। ব্যক্তিগত ৪৮ রানের মাথায় হাসান মাহমুদের বলে আউট হন তিনি। ৫টি চার এবং ২টি ছক্কা মেরে অর্ধশতরান করেন গিল। এরপর পুরোটাই বিরাট-ধাক্কা বাংলাদেশের কাছে। কোহলির শতরানে সহজ জয় পায় ভারত। এবার লক্ষ্য ধর্মশালা। রবিবার, অষ্টমীর দিন ভারতের সামনে নিউজিল্যান্ড। প্রতিযোগিতায় এখনও অপরাজেয় ব্ল্যাক ক্যাপসরাও। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles