মাধ্যম নিউজ ডেস্ক: টাইব্রেকারে লেবাননকে হারিয়ে সাফ কাপের (Saff Cup 2023) ফাইনালে ভারত। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এই অনন্য জয় পেল সুনীল ছেত্রীদের দল। ম্যাচ ট্রাইবেকার পর্যন্ত গড়াত না, তার আগেই জিতে যাওয়ার কথা ভারতের। কিন্তু কিছু সহজ সুযোগ এদিন হাতছাড়া করে ভারত। ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু শনিবার লেবাননের বিরুদ্ধে ম্য়াচের নায়ক। ৪-২ গোলে লেবাননকে হারিয়ে ফাইনালে কুয়েতের সামনে ভারত।
ট্রাইব্রেকারে প্রথম গোল বাঁচিয়ে দেন গুরুপ্রীত
টাইব্রেকার শুরু হতেই প্রথম পেনাল্টি মারতে যান সুনীল। লেবাননের গোল রক্ষক বাঁচাতে পারেননি সুনীলের শট। অন্য দিকে লেবাননের অধিনায়ক হাসান মাটুকের প্রথম শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন গুরপ্রীত। ফলে শুরুতেই পিছিয়ে পড়ে লেবানন। ভারতের হয়ে সুনীলের পরে আনোয়ার আলি, মহেশ নাওরেম সিংহ ও উদান্তা সিংহ গোল করেন। লেবাননের চতুর্থ শট বারের উপর দিয়ে উড়ে যেতেই ম্যাচ জিতে যায় ভারত।
প্রথম থেকে ভালো খেলেছে লেবানন
লেবাননের শুরুটা ভালোই হয়েছিল। প্রথম থেকেই আক্রমনে ছিল তারা। বেশ কয়েক বার ভারতের বক্সে পৌঁছে যান লেবাননের ফুটবলাররা। কিন্তু গোল করতে পারেননি তাঁরা। এরপর ১৫ মিনিটের পর থেকে ধীরে ধীরে খেলায় ফেরে ভারত। নিজেদের মধ্যে পাশ খেলে আক্রমণ শানাতে থাকেন সুনীলরা। ১৬ মিনিটের মাথায় সুনীলের কাছ থেকে বক্সে ভালো জায়গায় বল পান জিকসন সিংহ। গোল করার সুযোগ থাকলেও তা না করে সাহাল আব্দুল সামাদের দিকে বল বাড়ান তিনি। সাহাল গোলে বল জড়াতে পারেননি।
দুই দলের ফুটবলারদের ধাক্কাধাক্কি
৩৫ মিনিটের মাথায় লেবানন বক্সের ঠিক বাইরে ফাউল করা হয় শুভাশিস বসুকে। তিনি উঠে ধাক্কা মারেন লেবাননের ফুটবলারকে। মাঠের পরিস্থিতি বিগড়ে যায়। ফলে দু’দলের ফুটবলারদের মধ্যে সামান্য ধাক্কাধাক্কি হয়। ফ্রি কিক (ফুটবলারকে অন্যায় ভাবে ফেলে দিলে সেই দল বল মারার সুযোগ পায়) থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু গোল হয়নি। ৪১ মিনিটের মাথায় লেবাননের অধিনায়ক মাটুকের ডান পায়ের শট ভালো বাঁচান গুরপ্রীত। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে দু’দল। প্রান্ত ব্যবহার করে বিপক্ষের রক্ষণকে সমস্যায় ফেলেন ভারত ও লেবাননের ফুটবলাররা। কিন্তু কোনওভাবেই গোলে বল জড়াতে পারেননি দুই দলের ফুটবলাররা। ম্যাচ গড়ায় ট্রাইব্রেকার পর্যন্ত।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours