Sunil Chhetri: সুনীল ছেত্রীকে নিয়ে তথ্যচিত্র ফিফার, ভারত অধিনায়ককে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

সুনীলকে নিয়ে তৈরি হয়েছে তিন পর্বের তথ্যচিত্র। যার নাম দেওয়া হয়েছে ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক’।
SUNIL-CHHETRI-1
SUNIL-CHHETRI-1

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবল দলের (Indian Football captain) অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chetri) মুকুটে যোগ হল আরও একটি পালক। তাঁকে নিয়ে তৈরি তথ্যচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল ফিফা (FIFA)। যা নিঃসন্দেহে বিরাট এক সম্মান। ফিফার তথ্যচিত্রে জায়গা করে নেওয়ার জন্য সুনীলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

দীর্ঘ ফুটবল জীবনে বহু সাফল্য অর্জন করেছেন সুনীল ছেত্রী। পেয়েছেন বহু সম্নান ও পুরস্কারও। আন্তর্জাতিক আঙিনায় একের পর এক রেকর্ড যোগ হয়েছে তাঁর নামের পাশে। কিন্তু তা যেন বিশ্ববাসীর কাছে অজানাই থেকে গিয়েছে। আসলে ভারতীয় ফুটবল নিয়ে কখনওই তেমন আগ্রহ ছিল না বিশ্বফুটবলের প্রথম সারির দেশগুলির। ফলে সুনীলকেও অনেকেই চেনে না। তাই এগিয়ে এল ফিফা। সুনীলকে নিয়ে তৈরি হয়েছে তিন পর্বের তথ্যচিত্র। যার নাম দেওয়া হয়েছে ‘ক্যাপ্টেন ফ্যানটাস্টিক’। সোশ্যাল মিডিয়ায় সুনীলের তথ্যচিত্র প্রকাশের খবর জানানোর সময় ফিফা লিখেছে, ‘সবাই রোনাল্ডো, মেসির ব্যাপারে অনেক কিছু জানেন। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় সর্বাধিক গোলদাতার কাহিনী জানতে পারবেন। সুনীল ছেত্রী, ক্যাপ্টেন ফ্যানটাস্টিক এখন দেখতে পাবেন ফিফা প্লাসে।

আন্তর্জাতিক ফুটবলে সুনীল গোল করেছেন ৮৪টি। রয়েছেন তৃতীয় স্থানে। আর তাঁর সামনে শুধু রোনাল্ডো (১১৭) ও মেসি (৯০)। সুনীলকে ফিফার এই সম্মান ভারতীয় ফুটবলকে দারুণভাবে গর্বিত করেছে। শুভেচ্ছা বন্যায় ভেসে বেড়াচ্ছেন ভারত অধিনায়ক। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, ‘অনবদ্য সুনীল ছেত্রী। তোমার এই সাফল্য দেশের ফুটবলকে আরও জনপ্রিয় করতে সাহায্য করবে।’

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles