img

Follow us on

Saturday, Jan 18, 2025

Mumbai: কমলা বোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হল ১৪৭৬ কোটি টাকার কোকেন!

এদিন মোট ৯ কেজি কোকেন ও ১৯৮ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়।

img

মাদকদ্রব্য উদ্ধার

  2022-10-02 23:18:06

মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ে (Mumbai) উদ্ধার করা হল প্রায় ১৪৭৬ কোটি টাকার কোকেন ও মেথামফেটামিন। কমলা বোঝাই করা ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে এই বিপুল পরিমাণ মূল্যের কোকেন। সূত্রের খবর অনুযায়ী, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) মুম্বইয়ের ভাশিতে ট্রাকটিকে আটক করার পর সেখান থেকেই এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

এই ঘটনা এক বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে। কারণ, সাধারণত একসঙ্গে এত বিপুল পরিমাণ মূল্যের কোকেন উদ্ধার করা হয় না। পাচারকারীরা অধিকাংশ সময়েই ছোট ছোট কনসাইনমেন্টে এক দেশ থেকে অন্য দেশে কোকেন পাচার করে। তাতে ধরা পড়ার সম্ভাবনাও কম থাকে। অথবা ধরা পড়লেও আর্থিক ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়। কিন্তু একসঙ্গে এত টাকার মাদক দ্রব্য বাজেয়াপ্ত করার পর উদ্ধারকারীরাও অবাক হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এদিন একটি ট্রাকে করে কমলা নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই কমলালেবুর বাক্সেই এই মাদক দ্রব্যগুলো লুকিয়ে রাখা হয়েছিল। শুধুমাত্র কোকেন নয়, বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। এদিন মোট ৯ কেজি কোকেন ও ১৯৮ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সেপ্টেম্বরে জিএসটি বৃদ্ধি ২৬%, মাসিক সংগ্রহ ১.৪৭ লক্ষ কোটি টাকা

ডিআরআই একটি বিবৃতিতে জানিয়েছে, কমলা বহনকারী কার্টনগুলিতে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য লুকিয়ে রাখা হয়েছিল। এরপর ট্রাকটির চালককেও আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও তদন্ত চলছে।

প্রসঙ্গত, গতকালও, দেশে "ব্ল্যাক কোকেন" পাচার করার সময়ে এনসিবি পাচারকারীদের আটক করতে সক্ষম হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বই শাখা ২৬ সেপ্টেম্বর বিমানবন্দরে এক বিদেশি নাগরিকের কাছ থেকে ১৩ কোটি মূল্যের কোকেন জব্দ করেছে। ভারতে এই প্রথম ব্ল্যাক কোকেন ধরা পড়েছে। এছাড়াও সম্প্রতি মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পাচারকারী এক মহিলাকে গ্রেফতার করেছে কাস্টমস বিভাগ। তাঁর জুতোর সোলের মধ্যে লোকানো ছিল কোকেন (Cocaine)। জানা গিয়েছে যে পরিমাণ কোকেন উদ্ধার হয়েছে ওই মহিলার থেকে, তার দাম ৪ কোটি ৯০ লক্ষ টাকা। সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপের নানা প্রান্তেই মাদক পাচার করা হয়। আর তার জেরেই বর্তমানে কোকেন উদ্ধারের ঘটনা বাড়ছে।  

Tags:

Directorate of Revenue Intelligence

Cocaine In Truck

methamphetamine and cocaine


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর