img

Follow us on

Friday, Nov 22, 2024

Cheetah: শনিবার আফ্রিকা থেকে আসছে আরও ১২টি চিতা, কোথায় থাকবে নতুন অতিথিরা?

জানা গিয়েছে, নামিবিয়ার জঙ্গল থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে আসবে ১২টি চিতা

img

আফ্রিকান চিতা

  2023-02-16 16:52:15

মাধ্যম নিউজ ডেস্ক: দেশে আসছে আরও ১২টি আফ্রিকান চিতা (Cheetah)। জানা গিয়েছে, আগামী শনিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি ভারতে আনা হবে এই চিতাগুলিকে। ভারতে তারা ঘর পাতবে কুনো ন্যাশনাল পার্কে। সূত্রের খবর নামিবিয়া থেকে আগে যে আটটি চিতা (Cheetah) আনা হয়েছে তাদের সঙ্গেই বেড়ে উঠবে নতুন অতিথিরা। মোট ১২টি চিতা আসছে, যার মধ্যে রয়েছে ৭টি পুরুষ এবং ৫টি মহিলা চিতা। চিতাগুলিকে ভারতে আনতে খরচ পড়ছে প্রতি চিতা (Cheetah) পিছু ৩ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ১২টি চিতাকে নামিবিয়া থেকে উড়িয়ে আনতে খরচ হয়েছে মোট ২৯ লাখ ৮১ হাজার টাকা। আরও জানা গিয়েছে, এই চিতাগুলিকে গত বছর অগাস্ট মাসেই ভারতে উড়িয়ে আনার কথা ছিল। কিন্তু, দুই দেশের মধ্যে চুক্তি সম্পূর্ণ তৈরি না হওয়ায় গোটা বিষয়টিই থমকে গিয়েছিল। 

কখন পৌঁছবে তারা কুনো জাতীয় উদ্যানে

জানা গিয়েছে, নামিবিয়ার জঙ্গল থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে আসবে ১২টি চিতা। ৭টি পুরুষ এবং ৫টি মহিলা চিতা (Cheetah) নিয়ে শুক্রবার রাতে আফ্রিকার গুয়েতাংয়ের ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি পাড়ি দেবে ভারতের উদ্দেশে। শনিবার ভারতে এসে পৌঁছবে বিমান। প্রথমে চিতাগুলিকে (Cheetah) গোয়ালিয়রে নিয়ে আসা হবে প্রথমে। আধঘণ্টা বিমানবন্দরে রাখার পর তাদের সেখান থেকে হেলিকপ্টারে করে ১৬৫ কিলোমিটার পথ পেরিয়ে তারা পৌঁছবে কুনো জাতীয় উদ্যানে। সেখানে তাদের পৌঁছনোর কথা বেলা ১২টা নাগাদ।

কুনো জাতীয় উদ্যানের ডিরেক্টর কী বললেন

কুনো জাতীয় উদ্যানের ডিরেক্টর উত্তম শর্মা বলেন, "নতুন এই অতিথিদের জন্য মোট ১০টি কোয়ারেন্টাইন  তৈরি করা হয়েছে। এর মধ্যে দু'টি খাঁচায় রাখা হবে জোড়া চিতা (Cheetah)। আমাদের তরফে সমস্ত রকমের প্রস্তুতি সেরে ফেলা হয়ে গিয়েছে। এখন কেবল চিতাদের আসার অপেক্ষা।" তিনি আরও জানান, ইতিমধ্যে গত বছর এই উদ্যান দেখে গেছেন আফ্রিকান চিতা বিশেষজ্ঞরা। তারপর ভারত সরকারেদ সঙ্গে আফ্রিকান প্রশাসনের মউ স্বাক্ষর হয়।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Cheetah


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর