img

Follow us on

Friday, Nov 22, 2024

Cheetah: আরও ১২! আফ্রিকা থেকে দেশে এল এক ডজন চিতা, সংখ্যা বেড়ে ২০

কী বললেন  শিবরাজ সিং চৌহান 

img

প্রতীকী ছবি

  2023-02-18 13:42:24

মাধ্যম নিউজ ডেস্ক: নামিবিয়া থেকে কয়েক মাস আগে আনা হয়েছিল ৮টি চিতা (Cheetah)। এবার দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা (Cheetah) আনা হল। ভারতে শনিবার এই চিতাগুলিকে নিয়ে বায়ুসেনার বিশেষ বিমান IAF C-17 মধ্যপ্রদেশের গোয়ালিয়র - পৌঁছেছে। জানা যাচ্ছে এর পরে M-17 হেলিকপ্টারের চাপিয়ে ওই ১২ জন নতুন অতিথিকে নিয়ে যাওয়া হবে কুনো জাতীয় উদ্যানে এবং সেখানেই তাদের ঠাঁই হবে। সূত্রের খবর, মোট ১২টি চিতার মধ্যে স্ত্রী চিতা (Cheetah) রয়েছে ৫টি এবং বাকি ৭টি পুরুষ চিতা (Cheetah) বলে জানা গেছে। কুনো জাতীয় উদ্যানে নতুন চিতাদের কোয়ারেন্টাইন করার সময় হাজির থাকবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব।

কী বললেন  শিবরাজ সিং চৌহান 

এদিন  শিবরাজ সিং চৌহান  কুনো জাতীয় উদ্যানে নতুন ১২টি চিতা (Cheetah) আনার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, কুনো জাতীয় উদ্যানে চিতার সংখ্যা আবারও বাড়তে চলেছে। আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে। তাঁর এই পরিকল্পনার জন্য এখন কুনো জাতীয় উদ্যানে মোট চিতার (Cheetah) সংখ্যা হল ২০।

আরও পড়ুন: অযোধ্যার পরে এবার কর্নাটকেও গড়ে উঠতে চলেছে নয়নাভিরাম রামমন্দির, জানুন কোথায়

প্রজেক্ট চিতা কর্মসূচীর অধীনে গত বছরের সেপ্টেম্বরে আফ্রিকা থেকে চিতা নিয়ে আসা হয়েছিল। সে সময় কুনো জাতীয় উদ্যানে চিতাগুলিকে রাখার সময় হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

আরও পড়ুন: ‘কর ফাঁকি দিয়েছে বিবিসি’, সমীক্ষা শেষে বিবৃতি আয়কর দফতরের

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Cheetah


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর