১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে ডিফ এক্সপো ২০২২
প্রতীকী ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: মেক ইন ইন্ডিয়া ও মেক ফর ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্বপ্নের প্রকল্পকে পাথেয় করেই গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হতে চলেছে ডিফেন্স এক্সপো ২০২২ (DefExpo 2022)। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সম্প্রতি এ বিষয়ে বিশদ বিবরণী পেশ করা হয়। ১৮ থেকে ২২ অক্টোবর এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এক্সপোয় অংশ নিচ্ছে বিভিন্ন দেশের হাজারেরও বেশি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সংস্থা। তবে এবছর বিশেষ আকর্ষণ দেশীয় প্যাভিলিয়ন। ভারতীয় কোম্পানিগুলোর জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। সামরিক সরঞ্জাম তৈরির দেশীয় কোম্পানিদের নিয়ে এই ধরনের আয়োজন প্রথম।
আরও পড়ুন: জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
প্রতিরক্ষা সচিব অজয় কুমার, এ বিষয়ে মন্ত্রকে বিশেষ আলোচনা করেন। গুজরাট সরকারের মুখ্য সচিব পঙ্কজ কুমার এবং রাজ্য সরকারের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। গান্ধীনগরের মোট চারটি জায়গায় এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এক্সপো-য় থাকবে সুখোই সু-৩০ ফাইটার জেট, মালবাহী গ্লোবমাস্টার সি-১৭, সূর্যকিরণের অ্যারোবেটিক টিম, হেলিকপ্টার এমআই-১৭, তেজস প্রভৃতি। শক্তি প্রদর্শন করবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও নৌসেনা। কসরত দেখাবে বায়ুসেনাও। থাকবে বোফর্স, বিএমপি, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অর্জুন ট্যাঙ্ক, বাইক স্টান্ট ইত্যাদি। ডিফেন্স এক্সপোয় দেখানো হবে নানা ধরনের সামরিক কসরত।
আরও পড়ুন: "মা না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না..." অবসাদ নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় কোম্পানিগুলির জন্য এই এক্সপো খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় কোম্পানিগুলোর জন্য আলাদা করে প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। "ডিফএক্সপো 2022-এর থিম হল 'গর্বের পথ' এবং ভারতীয়দের সাথে ভারতীয় মহাকাশ ও প্রতিরক্ষা উত্পাদন খাতে সমর্থন, প্রদর্শন এবং অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে ভারতকে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশে রূপান্তরিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির সাথে সাদৃশ্যপূর্ণ। এক্সপোর জন্য এখনও পর্যন্ত এক লাখ বর্গমিটারের (আগের সংস্করণ ছিল 76,000 বর্গমিটার) প্যাভিলিয়ন বানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান এবং সেমিনারগুলি মহাত্মা মন্দির কনভেনশন এবং প্রদর্শনী কেন্দ্রে (এমএমসিইসি) অনুষ্ঠিত হওয়ার কথা। হেলিপ্যাড প্রদর্শনী কেন্দ্রেও (এইচইসি) চলবে প্রদর্শনী, সবরমতি রিভার ফ্রন্টে (এসআরএফ) পাঁচ দিন লাইভ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশীয় আইআইটি দিল্লি স্টার্ট-আপ বোটল্যাবস (একজন iDEX বিজয়ী) দ্বারা সবচেয়ে বড় ড্রোন শোয়েরও আয়োজন করা হয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।