img

Follow us on

Sunday, Jan 19, 2025

MP Bus Accident: দীপাবলিতে ফিরছিলেন বাড়ি, মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃত্যু ১৫ জন শ্রমিকের

পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে ২০জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

img

বাস দুর্ঘটনা

  2022-10-24 12:44:38

মাধ্যমিক নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশে ভয়ানক বাস দুর্ঘটনা (MP Bus Accident)। মৃত্যু হয়েছে ১৫ জনের। গুরুতর আহত হয়েছেন ৪০ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিক জানা গিয়েছে,  একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় যাত্রীবাহী বাসটি।

আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে বিপত্তি বাড়ল অনুব্রতের! আজই দিল্লিতে ইডির হাতে সায়গল    

জানা গিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ হায়দ্রাবাদ থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় মধ্যপ্রদেশের রেবাতে জাতীয় সড়কের উপর উল্টে যায় যাত্রী ভাই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৫ জনের। বাসের যাত্রীরা অধিকাংশই দীপাবলিতে বাড়ি ফিরছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগই শ্রমিক। বাসটি উল্টে যাওয়ায় বেশ কয়েকজন তার মধ্যে আটকে পড়েন।  

পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে ২০জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসটি উল্টে যাওয়ায় বেশ কয়েকজন তার মধ্যে আটকে পড়েন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। রেওয়ার পুলিশ সুপার নভনীত ভাসিন জানিয়েছেন, "বাসের সমস্ত যাত্রীই ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। নিহতরা হায়দরাবাদে দিনমজুরের কাজ করতেন। আহতদের মধ্যে ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাসের চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।"

 

যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র বলেছেন, "এই দুর্ঘটনা অতি বেদনাদায়ক।" রেওয়ার কালেক্টর মনোজ পুষ্প বলেন, "মনে হচ্ছে সামনের ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটেছিল ট্রলি ট্রাকের। এই আবহে ট্রাক চালক ব্রেক কষলে পেছনের বাসটি এসে ট্রাকে ধাক্কা মারে। উদ্ধার অভিযান চালানো হয় ঘটনার পরপরই। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’"

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  

Tags:

UP Bus Accident


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর