ভরদুপুরে বহুতল ছেড়ে আতঙ্কে রাস্তায় নেমে এলেন দিল্লিবাসী! কী কারণ?
জোড়া ভূমিকম্পে কাঁপল দিল্লি (ছবি-প্রতিনিধিত্বমূলক)
মাধ্যম নিউজ ডেস্ক: শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভরদুপুরে কেঁপে উঠল দিল্লি (Earthquake in Delhi)। কম্পন অনুভূত হয়েছে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলেও।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। অর্থাৎ, মাঝারি মানের কম্পন। কিন্তু, ২৬ মিনিট পর, অর্থাৎ ২টো ৫১ মিনিটে দ্বিতীয়বার কেঁপে ওঠে দিল্লি। এবার কম্পনের মাত্রা ছিল ৬.২। অর্থাৎ, দ্বিতীয় কম্পনটা শক্তিশালী ছিল (Earthquake in Delhi)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের ভাতেখোলা থেকে দু’কিলোমিটার দূরে, মাটির পাঁচ কিলোমিটার গভীরে। জানা গিয়েছে, ৪০ সেকেন্ড ধরে হয়েছে কম্পন। সে কারণে ভূমিকম্পেরর তীব্রতা এত বেশি।
Earthquake of Magnitude:6.2, Occurred on 03-10-2023, 14:51:04 IST, Lat: 29.39 & Long: 81.23, Depth: 5 Km ,Location:Nepal for more information Download the BhooKamp App https://t.co/rBpZF2ctJG @ndmaindia @KirenRijiju @Indiametdept @Dr_Mishra1966 @Ravi_MoES pic.twitter.com/tOduckF0B9
— National Center for Seismology (@NCS_Earthquake) October 3, 2023
শক্তিশালী কম্পন হলেও, দিল্লি তথা উত্তর ভারতের কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি। তবে, ভূমিকম্পের ফলে দিল্লিবাসীদের (Earthquake in Delhi) মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ বহুতলের বাসিন্দারা অনুভব করেন সবার আগে। তড়িঘড়ি নিচে নেমে আসেন অনেকেই। দিল্লির পুলিশের তরফ থেকে বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে। রাস্তায় লোকজনের ভিড় জমে যায়। অনেকেই আবার এই কম্পনের সময়ের নানা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।
#BREAKING: Terrible scenes are coming to light during the dangerous #earthquake in Delhi, thousands of people were seen running down the stairs instead of the lift.#भूकंप #earthquakes #Delhi #tremors #Noida #NewsClick #Lucknow #DelhiNCR pic.twitter.com/s28KArOdc2
— Vidarbha Times (@VidarbhaaTimes) October 3, 2023
ট্যুইটার (অধুনা এক্স) হ্যান্ডলে দিল্লি পুলিশ লেখে, ‘‘আপনারা বিল্ডিং-এর বাইরে বেরিয়ে আসুন। নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করুন। অযথা ভয় পাবেন না, লিফট ব্যবহার করবেন না। জরুরি পরিস্থিতে যোগাযোগ করার জন্য নম্বরও দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফে।’’ দিল্লির পাশাপাশি, উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভব করেন নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদের বাসিন্দারাও।
Hey Delhi people!
— Delhi Police (@DelhiPolice) October 3, 2023
We hope you all are safe. Please come out of your buildings to a safe spot, but do not panic.
DO NOT USE ELEVATORS!
For any emergency help, dial 112.#earthquake
প্রসঙ্গত, রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির (Earthquake in Delhi) প্রতিবেশী রাজ্য হরিয়ানার কিছু অংশে। রাত ১১টা ২৬ মিনিট নাগাদ হয়েছিল ভূমিকম্প। তার কেন্দ্র ছিল রোহতক থেকে সাত কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্বে। তার আগে, গত অগাস্ট মাসেই কেঁপে উঠেছিল দিল্লিসহ উত্তর ভারতের একাংশ। কম্পন অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরেও। জানা যায়, রাতের ওই ভূমিকম্পটি হয় আফগানিস্তানে। উৎসস্থল ছিল হিন্দুকুশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। তারই প্রভাব পড়ে রাজধানী শহর সহ উত্তর ভারত জুড়ে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।