মঙ্গলবার বিকেলে সোপিয়ানে এই ঘটনাটি ঘটেছে।
উপত্যকায় সেনা অভিযান
মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। উপত্যকায় তিন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তারক্ষীরা৷ মঙ্গলবার বিকেলে সোপিয়ানে (Shopian) নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়৷ সেই গুলির লড়াইয়ে কয়েক মিনিটের মধ্যই এনকাউন্টারে জঙ্গি নিকেশ করা হয়। গত কয়েকদিন ধরেই কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা।
পুলিশ সূত্রে জানা যায়, সোপিয়ানের নাগবাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকায় খবর পেয়ে এদিন নিরাপত্তারক্ষীরা সক্রিয় হয়ে ওঠেন। এরপর সেই এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান৷ এই তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিত হয়ে যায়।
The 3 killed #terrorists have been identified as local terrorists of LeT namely Danish Khursheed Bhat, Tanveer Wani & Towseef Bhat. They were involved in several #terror crime cases. Terrorist Danish was involved in #recruitment of youth into terror ranks in Shopian: ADGP Kashmir https://t.co/8RWp54VlDR
— Kashmir Zone Police (@KashmirPolice) August 30, 2022
আরও পড়ুন: নাদিমার্গ গণহত্যা মামলা পুনরায় চালুর নির্দেশ জম্মু ও কাশ্মীর হাইকোর্টের
ডিরেক্টর জেনারেল (Additional Director General of Police) (ADGP) বিজয় কুমার (Vijay Kumar) জানিয়েছেন, নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা সংগঠনের সদস্য। এই তিন জঙ্গির নাম দানিশ খুরশীদ ভাট (Danish Khursheed Bhat) তানভীর ওয়ানি (Tanveer Wani) তওসীফ ভাট (Towseef Bhat)। তারা বিভিন্ন জঙ্গি হামলার ক্ষেত্রে জড়িয়ে ছিল। সোপিয়ানের ছেলেদের জঙ্গি দলে নেওয়ার কাজের সঙ্গে জড়িত ছিল। ঘটনার পরে, উপত্যকায় নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ। বেশ কয়েকদিন ধরেই জঙ্গি হামলায় বিপর্যস্ত ভূস্বর্গ।
সম্প্রতি উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের ওপর জঙ্গিদের হামলা ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছর মে মাসেও জম্মু-কাশ্মীরের বদগামে অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক সরকারি কর্মীকে খুন করেছিল জঙ্গিরা। সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় উপত্যকায়। তার রেশ কাটার আগেই কুলগামে খুন করা হয় আরেক হিন্দু স্কুল শিক্ষিকাকে।
আরও পড়ুন: ফের ধস জম্মু-কাশ্মীর কংগ্রেসে, আড়ে বহরে বাড়ছে আজাদ শিবির!