img

Follow us on

Thursday, Dec 19, 2024

Jammu And Kashmir: কাকভোরে গুলির লড়াই, জম্মু-কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম ৫ জঙ্গি, জখম ২ জওয়ান

Kulgam: জম্মু-কাশ্মীরের কুলগামে বড় সাফল্য ভারতীয় সেনার, নিহত ৫ জঙ্গি

img

প্রতীকী ছবি

  2024-12-19 10:23:38

মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার কাকভোরে জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) কুলগাম (Kulgam) জেলায় এনকাউন্টারে পাঁচজন জঙ্গিকে খতম করতে সমর্থ হয়েছে ভারতীয় সেনা। গোপন সূত্রে ওই এলাকায় সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়েই সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ দল তাদের অভিযান শুরু করে। তল্লাশি অভিযানের সময় গুলির লড়াই শুরু হয়। সেনা জওয়ানদের দেখতে পেয়েই তাঁদের লক্ষ্য করে সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। বেশ কয়েক ঘণ্টা দুপক্ষের গুলি বিনিময়ের পর পাঁচ জঙ্গি নিকেশ হয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য জখম হয়েছেন বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

জারি তল্লাশি অভিযান

তবে কুলগাম এবং খাদ্দের এলাকায় (Jammu And Kashmir) আরও কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে (প্রতিবেদন লেখা পর্যন্ত)। তাদের খোঁজে তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে বলে জানা যাচ্ছে। এলাকার জঙ্গল থেকে এখনও বেশ কয়েকবার গুলির আওয়াজ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। যৌথ বাহিনীর অনুমান, বাকি জঙ্গিরা পাল্টা আক্রমণের কোনও ছক করছে। তবে তৈরি রয়েছে নিরাপত্তাবাহিনীও। আশা করা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও জঙ্গির হদিশ হয়ত পাওয়া যাবে।

২০ অক্টোবর ভয়ঙ্কর হামলা চালায় জঙ্গিরা (Kulgam)

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে জম্মু-কাশ্মীরের (Jammu And Kashmir) গাগাঙ্গির, গান্দেরবাল প্রভৃতি জেলায় সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যা করে জঙ্গিরা। এরকমই এক জঙ্গিকে পরবর্তীকালে শ্রীনগরে এনকাউন্টারে খতম করে ভারতীয় সেনা। অন্যদিকে, এর আগে চলতি বছরের ২০ অক্টোবর ব্যাপক হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। গান্দেরবাল জেলায়, টানেল নির্মাণের কাজে যুক্ত দুইজন শ্রমিক সহ একজন স্থানীয় ডাক্তার নিহত হন সন্ত্রাসী হামলায়। ওই দুই শ্রমিকের বাড়ি ছিল বিহারে।

আরও পড়ুন: এবার ভারত-বিরোধী আলফা প্রধান পরেশ বড়ুয়ার ফাঁসির সাজা মকুব বাংলাদেশে

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Jammu and Kashmir

bangla news

Bengali news

Kulgam

Terrorists Killed In Encounter


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর