img

Follow us on

Sunday, Nov 24, 2024

Afghan Sikh Refugees: চোখেমুখে তালিব-সন্ত্রাসের আতঙ্ক, ভারতে এলেন ৫৫ আফগান শিখ শরণার্থী

'ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে চাই।' দিল্লিতে পৌঁছে বললেন আফগান শিখ শরণার্থীরা।

img

আফগান ফেরত শিখ শরণার্থী

  2022-09-26 15:14:27

মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তান (Afghanistan) থেকে ভারতে ফিরিয়ে আনা হল ৫৫ জন হিন্দু ও শিখ। তাঁদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক। এছাড়া রয়েছে ১৪ জন কিশোর-কিশোরী এবং ৩টি শিশু। রবিবার বিকেলে একটি বিশেষ বিমানে করে নয়াদিল্লির (New Delhi) ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছোয় তাঁরা। আফগান সংখ্যালঘুদের সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় ওয়ার্ল্ড ফোরাম এবং ভারত সরকারের সমন্বয়ে তৈরি অমৃতসরের শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছিল।

তালিবান অধ্যুষিত আফগানিস্তানে চরম দুর্দশার মধ্যে সংখ্যালঘু শিখদের দিন কাটছে। ফলে সেই দেশ থেকে পালিয়ে ভারতে পৌঁছে অনেকেই তাই স্বস্তির শ্বাস ফেলছেন। পাঞ্জাবের সাংসদ বিক্রমজিৎ সিং সাহনি গতকাল বলেন, "কাবুল, জালালাবাদে আটকে পড়া ৫৫টি পরিবার আজ দিল্লিতে নিরাপদে পৌঁছেছে। ই-ভিসা সহজতর করার জন্য আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞ।" তিনি একটি প্রোগাম শুরু করেছেন, যার নাম "আমার পরিবার আমার দায়িত্ব" (“My family My responsibility” ), যার অধীনে ৫৪৩ জন আফগান শিখ এবং হিন্দু পরিবারকে পশ্চিম দিল্লিতে সমস্ত সুযোগ-সুবিধা দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা ইতিমধ্যেই ৫৪৩ পরিবারকে মাসিক গৃহস্থলি খরচ, বাড়ি ভাড়া এবং চিকিৎসা সুবিধা দিয়ে পুনর্বাসন করছি এবং এই লোকদের পুনর্বাসন এই কর্মসূচিরই একটি অংশ।”

আরও পড়ুন: আজ আবার আদালতে সুবীরেশ! ফের তাঁকে হেফাজতে চাইবে সিবিআই?

অন্যদিকে জরুরী ই-ভিসা প্রদান এবং তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ধন্যবাদ জানিয়েছেন আফগান শরণার্থীরা। এক আফগান শরণার্থী বলজিৎ সিং বলেন, “আফগানিস্তানে অবস্থা খুব একটা ভালো নয়। আমি চার মাস জেলে ছিলাম। আমি ভারতে এবং আমাদের ধর্মে ফিরে আসতে পেরে কৃতজ্ঞ এবং খুশি। আমি আশা করি যে ১১-১২ জন সেখানেই রয়ে গেছে, তাঁরা শীঘ্রই ফিরে আসবেন”। আর এক আফগান শরণার্থী সুখবীর সিং খালসা বলেছেন, "আমাদের জরুরি ভিসা দেওয়ার জন্য এবং এখানে পৌঁছতে সাহায্য করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের অনেকের পরিবার এখনও আফগানিস্তানে। প্রায় ৩০-৩৫ জন সেখানে আটকা পড়ে আছে।"

প্রসঙ্গত, জুন মাসে কাবুলের গুরুদ্বার কার্তে পারওয়ানে হামলার পর এখনও পর্যন্ত প্রায় ৬৮ জন আফগান হিন্দু ও শিখ এদেশে এসেছেন। এছাড়াও ৩ অগাস্ট, শিশু সহ কমপক্ষে ৩০ জন আফগান শিখ, কাবুল থেকে দিল্লিতে এসে পৌঁছেছিল। আবার ১৪ জুলাই ২১১ জন আফগান শিখকে কাবুল থেকে এদেশে নিয়ে আসা হয়।

Tags:

Afghanistan

55 Afghan refugees arrives in India

Punjab MP Vikramjit Singh Sahney

My family My responsibility

Afghan Sikh Refugees


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর