img

Follow us on

Friday, Sep 20, 2024

5G Spectrum: স্পেকট্রাম নিলামের অনুমতি মন্ত্রিসভার, ভারতে আসছে ৫জি?

বলা হচ্ছে, ৪জি-র চেয়ে ১০ গুণ বেশি দ্রুত গতিসম্পন্ন হবে ৫জি...

img

স্পেকট্রাম নিলামের অনুমতি মন্ত্রিসভার। ফাইল ছবি

  2022-06-15 15:10:07

মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ ৫জি (5G) স্পেকট্রাম নিলাম (spectrum auction) আয়োজনের অনুমতি দেওয়া হল টেলি যোগাযোগ দফতরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই অনুমতি দিয়েছে। এই নিলামের মাধ্যমেই দেশে ৫জি পরিষেবা (5G service) শুরুর দায়িত্ব বিলি করা হবে নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আগামী ২০ বছরের মধ্যে মোট ৭২, ০৯৭.৮৫ মেগাহার্ৎজ স্পেকট্রাম নিলাম করা হবে। মন্ত্রিসভার দাবি, ৫জি পরিষেবা পুরানো ৪জি পরিষেবার তুলনায় ১০ গুণ গতি সম্পন্ন হবে। এই নিলামে ভোডাফোন (vodafone), এয়ারটেল  (Airtel) এবং জিও (Jio) অংশ নিতে পারে বলে শোনা যাচ্ছে। তবে ঠিক কবে থেকে নিলাম প্রক্রিয়া শুরু হবে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন : স্থানীয় পরীক্ষা করে তবেই ভারতে ছাড়া হবে ৫জি স্মার্টফোন, নির্দেশ কেন্দ্রের

বর্তমানে দেশে মিলছে ৪জি পরিষেবা (4G service)। তাই নিলামের তারিখ ঠিক না হওয়া পর্যন্ত বলা যাবে না কবে থেকে মিলবে ৫জি পরিষেবা। বেশ কিছু দিন আগে একবার টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Baishnaw) জানিয়েছিলেন, অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশে চালু হয়ে যাবে ৫জি পরিষেবা। স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া মিটলেই বাকি কাজ দ্রুত শেষ হয়ে যাবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে ৫জি এলে খরচ আগের তুলনায় ঢের বাড়বে বলেও শোনা যাচ্ছে।

আরও পড়ুন : আগামী দেড় বছরেই ১০ লক্ষ নতুন কেন্দ্রীয় চাকরি! টার্গেট বেঁধে দিলেন মোদি

৫জি নিলামের (5G spectrum auction) তারিখের অনেক আগেই শোনা গিয়েছিল দেশের মোট ১৩টি শহরে প্রাথমিকভাবে চালু হবে এই পরিষেবা। এই শহরগুলি হল, কলকাতা, দিল্লি, মুম্বাই, গুরগাঁও, পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, লখনউ, হায়দ্রাবাদ, জামনগর, আহমেদাবাদ এবং গান্ধীনগর। ইতিমধ্যেই ওই শহরগুলিতে ট্রায়াল সাইট বসানো হয়েছে। এই ১৩টি শহরে কাজ শেষ হওয়ার পরেই আস্তে আস্তে ছড়িয়ে পড়বে সারা দেশে।  

প্রসঙ্গত, ৫জি কার্যকর করতে বছর তিনেক ধরে লাগাতার কাজ করে চলেছে ৮টি প্রতিষ্ঠান। এদের মধ্যে রয়েছে দিল্লি আইআইটি, বম্বে আইআইটি, কানপুর আইআইটির মতো নামী প্রতিষ্ঠানও।

 

Tags:

5G

5g services

cabinet approves spectrum auction

spectrum auction  


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর