img

Follow us on

Saturday, Jan 18, 2025

Mahakumbha 2025: জন্ম রাশিয়ায়, কেউ বলছেন ‘পরশুরাম’, মহাকুম্ভে নজর কেড়েছেন ৭ ফুটের ‘মাসকুলার বাবা’

Muscular Baba: মহাকুম্ভে হাজির ‘মাসকুলার বাবা’, কোথায় থেকে এসেছেন তিনি?

img

মহাকুম্ভ মেলায় মাসল বাবা (সংগৃহীত ছবি)

  2025-01-18 08:04:38

মাধ্যম নিউজ ডেস্ক: কেউ বলছেন ‘মাসকুলার বাবা’।  কেউ বলছেন ‘মাসল বাবা’ বা ‘পেশিবহুল বাবা’। গায়ের রং দুধ সাদা। একেবারে হ্যান্ডসাম চেহারা। এককথায় সুপুরুষ। কুম্ভতে হাজির তিনিও। এমনিতেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসছেন। বিশ্বের বৃহত্তম এই সমাবেশে ভারতীয়, বিদেশি ভক্ত, গণ্যমান্য ব্যক্তি এবং নাগা সহ অন্যান্য সাধুরা হাজির। মহাকুম্ভে (Mahakumbha 2025) এত সাধু সন্তদের মধ্যে নজর কেড়েছেন এই ‘মাসকুলার বাবা’।

‘মাসকুলার বাবা’-র ইতিবৃত্ত (Mahakumbha 2025)

সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, ‘মাসকুলার বাবা’র (Mahakumbha 2025)  উচ্চতা সাত ফুট। তিনি কুস্তিগীরও। সাধারণ গেরুয়া রঙের পোশাক পরিহিত পাশে একটি বড় ঝোলা এবং গলায় রুদ্রাক্ষমালা পরিহিত, এই সাধুকে দেখে চমকে গিয়েছেন অনেকেই। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর ভিডিও এবং ছবি শেয়ার করেছেন, যা ভাইরাল হয়ে গিয়েছে। তাঁকে অনেকে পরশুরামের অবতার বলে উল্লেখ করছেন। সুন্দর পেশিবহুল চেহারা তাঁর। কোথায় থাকেন তিনি? কোথা থেকে এসেছেন তিনি? ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তাঁর উপস্থিতি বেশ সাড়া ফেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চাও চলছে পুরোদমে। মূলত তাঁর পেশিবহুল চেহারা দেখে হতবাক অনেকে। জানা গিয়েছে, তিনি প্রায় তিরিশ বছর আগে হিন্দু ধর্ম সম্পর্কে শিখেছিলেন এবং তখন থেকেই ধর্ম গ্রহণ করেছেন। তাঁর বাড়ি রাশিয়া হলেও বর্তমানে তিনি নেপালে বসবাস করছেন। শিক্ষকতা পেশাকে পেছনে ফেলে তিনি হিন্দু ধর্ম প্রচারকে তাঁর জীবনের লক্ষ্য বানিয়েছিলেন। তিনি পাইলট বাবার প্রাক্তন শিষ্য এবং জুনা আখাড়ার সদস্য।

‘মাসকুলার বাবা’-র (Muscular Baba) একটি ছবি একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছিল। পোস্টটি উল্লেখযোগ্য লাইক, মন্তব্য এবং ভিউ পেয়েছে। অনেক ব্যবহারকারী "হর হর মহাদেব" বলে মন্তব্য করেন। উল্লেখ্য, মহাকুম্ভ মেলা চলতি বছর ১৩ জানুয়ারি শুরু হয়েছিল। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভক্তরা গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতীর পবিত্র সঙ্গমস্থল সঙ্গমে স্নানের মাধ্যমে আধ্যাত্মিক শুদ্ধি অনুভব করতে জড়ো হন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

West Bengal

bangla news

Bengali news

mahakumbha 2025

muscular baba


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর