img

Follow us on

Sunday, Jan 19, 2025

Cheetah: বিলুপ্তির ৭০ বছর পর ফের ভারতে আসতে চলেছে চিতা?

দক্ষিণ আফ্রিকা থেকে চিতা ভারতে স্থানান্তরিত করা হবে।

img

চিতা

  2022-06-09 10:04:40

মাধ্যম নিউজ ডেস্ক: ৭০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া চিতা (Cheetah), ফের আসতে চলেছে ভারতে। মঙ্গলবার কেন্দ্রের কর্তারা ঘোষণা করেছেন যে, এই বছরের অগাস্টে দক্ষিণ আফ্রিকা থেকে চিতার একটি ব্যাচ ভারতে স্থানান্তরিত করা হবে। তবে কোভিড অতিমারীর ফলেই দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আমদানিতে দেরি হয়েছে বলে জানা যায়।

১৯৫২ সালেই ভারত থেকে বিলুপ্ত হয়েছিল চিতা। পাঁচ-ছয়টি চিতার প্রথম দলকে দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park ) স্থানান্তর করা হবে। এই প্রথম একটি বৃহৎ মাংসাশী প্রাণীর আন্তর্মহাদেশীয় স্থানান্তর করা হবে।

মঙ্গলবার পরিবেশ মন্ত্রকের একজন শীর্ষ কর্তা বলেন, “চিতা আনার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে চুক্তিও হয়েছে। এখন বিদেশমন্ত্রকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। বর্তমানে আমাদের একটি দল দক্ষিণ আফ্রিকায় রয়েছে।”

দক্ষিণ আফ্রিকা থেকে বিশেষজ্ঞদের একটি দল ১৫ই জুন ভারতে আসবে এবং স্থানান্তরের ব্যবস্থাগুলি দেখবে সঙ্গে পার্কটি পরিদর্শনও করবে৷ ভারত সরকারের তরফ থেকে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (National Tiger Conservation Authority) বা এনটিসিএ (NTCA) ও ভারতের বন্যপ্রাণী ইনস্টিটিউট (Wildlife Institute of India) এই প্রকল্পের নেতৃত্বে রয়েছে।

আরও পড়ুন: দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত, বিমানে ফের বাধ্যতামূলক মাস্ক

নথি অনুযায়ী, কোরিয়ার (Koriya) মহারাজা রামানুজ প্রতাপ সিং (Maharaja Ramanuj Pratap Singh Deo) ১৯৪৭ সালে ভারতের শেষ তিনটি এশিয়াটিক চিতা (Asiatic Cheetah) শিকার করে গুলি করে হত্যা করার সময় থেকেই ভারত থেকে অদৃশ্য হয়ে যায় চিতা। পরে ১৯৫২ সালে ভারত সরকার, চিতাকে বিলুপ্ত ঘোষণা করে। যদিও কয়েক দশক ধরে ভারতে চিতাকে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছিল, এবং বর্তমানের প্রস্তাবটি ২০০৯ সালে প্রথম আনা হয়েছিল। পরিকল্পনাটি ২০২০ সালে সুপ্রিম কোর্টের দ্বারা পাশ হয়েছিল।

মুকুন্দারা হিলস টাইগার রিজার্ভ (Mukundara Hills Tiger Reserve), রাজস্থানের শেরগড় বন্যপ্রাণী অভয়ারণ্য (Shergarh Wildlife Sanctuary in Rajasthan), গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য (Gandhi Sagar Wildlife Sanctuary), কুনো ন্যাশনাল পার্ক (Kuno National Park), মাধব ন্যাশনাল পার্ক (Madhav National Park )এবং মধ্যপ্রদেশের নৌরাদেহি বন্যপ্রাণী অভয়ারণ্য ( Nauradehi Wildlife Sanctuary )- এই ছয়টির মধ্যে কুনো ন্যাশনাল পার্ক চিতা স্থানান্তরের জন্য প্রস্তুত বলে জানা গেছে। WII বিশেষজ্ঞরা বলেছেন যে, একবার আফ্রিকান চিতাদের প্রথম দল ভারতীয় অবস্থার সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হলেই আগামী কয়েক দশক ধরে, ৩৫-৪০টি চিতা সারা দেশে স্থানান্তরিত করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: শীঘ্রই সোশ্যাল মিডিয়া-কেন্দ্রিক নিয়ম জারি করতে চলেছে কেন্দ্র?

Tags:

India

south Africa

Cheetah

Cheetah extinction

Cheetah India return

Cheetah India return 70 years