img

Follow us on

Friday, Nov 22, 2024

India’s mobile exports: চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসেই ৮০০ কোটি ডলারের মোবাইল রফতানি ভারতের

মোবাইল রফতানিতে বড়সড় সাফল্য মোদি সরকারের...চিন্তার ভাঁজ চিনের কপালে?

img

প্রতিনিধিত্বমূলক ছবি

  2023-11-24 09:06:13

মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইল রফতানির (India’s mobile exports) দিক থেকে বড়সড় সাফল্য পেল নরেন্দ্র মোদি সরকার। গত এক বছরে মোবাইল রফতানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এমনটাই জানিয়েছেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ সালের আর্থিক বর্ষের প্রথম সাত মাসে ৮০০ কোটি ডলারের মোবাইল রফতানি করেছে ভারত।  জানা গিয়েছে, মোবাইল রফতানি বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ।

আইফোনের মার্কেট শেয়ার উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে

প্রসঙ্গত, ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭৯ কোটি। ভারতের বাজারের দিকে তাকিয়ে থাকে নামীদামী মোবাইল নির্মাতা সংস্থাগুলি। পিএলআই স্কিমের আওতায় ভারতেও উৎপাদন বৃদ্ধি করেছে অ্যাপেল। যার ফলে আইফোনের মার্কেট শেয়ার উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। তাইওয়ানের কোম্পানি ফক্সকন, পেগাট্রন এবং ভিস্টোন ভারতে চুক্তির ভিত্তিতে আইফোন তৈরি করে (India’s mobile exports)। জানা গিয়েছে, সম্প্রতি ভিস্টোনকে কিনে নিয়েছে টাটা ইলেকট্রনিক্স। iPhone 11, iPhone 12, iPhone 13, iPhone 14 এবং iPhone 15 ভারতে তৈরি হয়। গত আর্থিক বছরের সাপেক্ষে চলতি আর্থিক বছরে অনেকটাই আইফোন রফতানি বাড়িয়েছে অ্যাপেল।

ইলেকট্রনিক্স জিনিসের রফতানি বেড়েছে ২৭.৭ শতাংশ

পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ৭ মাস অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ৫০০ কোটি ডলারের আইফোন রফতানি (India’s mobile exports) করেছে ভারত। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্যুইট করে জানান যে প্রতি মাসে গড়ে ১০০ কোটি ডলারের মোবাইল ফোন রফতানি করছে আমাদের দেশ। ক্ষমতায় আসার পরেই ২০১৫ সালে নরেন্দ্র মোদি গ্রহণ করেন ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি। এরপর থেকেই বাড়তে থাকে মোবাইল ফোন থেকে ইলেকট্রনিক্স সরঞ্জামের উৎপাদন ও ব্যবহার। ভারতই একমাত্র দেশ যেখানে ডেটা জলের দরে কেনা যায়। ইলেকট্রনিক্স জিনিসের রফতানি কতটা বেড়েছে? পরিসংখ্যান বলছে, গত আর্থিক বছরে তুলনায় চলতি আর্থিক বছরের সাত মাসে ইলেকট্রনিক্স জিনিসের রফতানি বেড়েছে ২৭.৭ শতাংশ।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

India’s mobile exports

Union Minister of State for Entrepreneurship


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর