১৪.২ কেজি গার্হস্থ্য ব্যবহারের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমে গেল
প্রধানমন্ত্রী মোদি (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁর সরকারের নেওয়া এই সিদ্ধান্ত প্রসঙ্গে নরেন্দ্র মোদি (PM Modi) বললেন, ‘‘এটা হল রাখিতে আমার বোনেদের উপহার।’’ প্রসঙ্গত মঙ্গলবারই একটি সাংবাদিক সম্মেলনে রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। জানা গিয়েছে, ১৪.২ কেজি গার্হস্থ্য ব্যবহারের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দাম ৪০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (PM Modi)। এর ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম ১,১২৯ টাকা থেকে কমে হল ৯২৯ টাকা হল। অর্থাৎ হাজারের নিচেই থাকছে রান্নার গ্যাসের দাম। গ্যাসের দাম এক ধাক্কায় এতটা কমে যাওয়ায় খুশির হাওয়া দেখা গিয়েছে মধ্যবিত্তের গৃহস্থের হেঁসেলে (PM Modi)।
এদিন নিজের এক্স হ্যান্ডেল (আগের ট্যুইটার) থেকে প্রধানমন্ত্রী (PM Modi) লেখেন, ‘‘রাখিবন্ধন সব পরিবারের কাছেই খুশির দিন। গ্য়াসের দাম কমার ফলে বোনেদের সমস্য়া কমবে, তাঁদের জীবনযাপন আরও সহজ হবে। আমার বোনেরা খুশি থাকুক, সুস্থ থাকুন, সুখী থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।’’
रक्षाबंधन का पर्व अपने परिवार में खुशियां बढ़ाने का दिन होता है। गैस की कीमतों में कटौती होने से मेरे परिवार की बहनों की सहूलियत बढ़ेगी और उनका जीवन और आसान होगा। मेरी हर बहन खुश रहे, स्वस्थ रहे, सुखी रहे, ईश्वर से यही कामना है। https://t.co/RwM1a1GIKd
— Narendra Modi (@narendramodi) August 29, 2023
দেশের প্রত্যেক মানুষের কাছে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে উজ্জ্বলা যোজনা প্রকল্প শুরু করেছিলেন নরেন্দ্র মোদি (PM Modi)। সেটা ছিল, ২০১৬ সালের ১ মে। লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল যে দেশের পাঁচ কোটি মানুষের কাছে এই গ্যাস সিলিন্ডার প্রাথমিকভাবে পৌঁছে দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে লক্ষ্যমাত্রা ছাপিয়ে ৯ কোটি মানুষের কাছে পৌঁছেছে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার। এর ফলে উনুনে রান্না করার প্রবণতার যেমন কমেছে তেমনি কমেছে অসুখ-বিসুখ। গ্রামাঞ্চলের মানুষজন নানা রকমের ফুসফুসের রোগে আক্রান্ত হতেন যার বেশিরভাগ ক্ষেত্রেই কারণ থাকতো উনুনের ধোঁয়া। এখন সেসব থেকে মুক্তি মিলেছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।