img

Follow us on

Saturday, Jan 18, 2025

Aadhar Face Authentication: বাড়ি বসেই আধারের ফেস অথেন্টিকেশন, নতুন সুবিধা নিয়ে হাজির ইউআইডিএআই 

এখন থেকে আর স্থানীয় আধার কেন্দ্রে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যান করতে হবে না।

img

আধার ফেস অথেন্টিকেশন

  2022-07-15 11:09:24

মাধ্যম নিউজ ডেস্ক: আধারকার্ড (Aadhar Card) ব্যবহারকারীর পরিচয়কে নিশ্চিত করতে ফেস অথেন্টিকেশনের (Face Authentication) নতুন পদ্ধতি নিয়ে এল UIDAI। ফেস অথেন্টিকেশনের মাধ্যমেই এবার থেকে নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারবেন আধারকার্ডধারীরা। এখন থেকে আর স্থানীয় আধার কেন্দ্রে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যান করতে হবে না। এর জন্যে নতুন অ্যাপও নিয়ে এসেছে ইউআইডিএআই (UIDAI)। অ্যাপটির নাম আধার ফেস আরডি (Aadhar Face RD)। অ্যাপটি ইনস্টল করে নিজের ফোন থেকেই আধার অথেন্টিকেশন করা যাবে।  

আরও পড়ুন: বার্ষিক ২০ লক্ষের বেশি টাকার লেনদেন করছেন? এখন থেকে নতুন নিয়ম মানতে হবে

গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। এই অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনের সাহায্যে যে কোনও জায়গা থেকে যে কোনও সময় আধার অথেন্টিকেশন করা যাবে। এই পদ্ধতির মাধ্যমে UIDAI ডেটাবেস থেকে আধার হোল্ডারের পরিচয় ভেরিফাই করা যাবে। 

আরও পড়ুন: সদ্যোজাতরাও পাবে আধার কার্ড! নয়া পরিকল্পনা ইউআইডিএআই-এর

একটি ট্যুইট করে বিষয়টি জানিয়েছে UIDAI। ট্যুইটারে তারা লিখেছে, “নাগরিকরা আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধারের পরিচয় নিশ্চিত করতে পারবেন। জীবনপ্রমাণ, পিডিএস, স্কলারশিপ স্কিম, কোউইন, ফার্মার ওয়েলফেয়ার প্রকল্পে পরিচয় নিশ্চিত করা যাবে।” 

">

কীভাবে ব্যবহার করবেন অ্যাপটি: 

  • প্রথমে গুগল প্লেস্টোরে গিয়ে অ্যাপটি ইনস্টল করুন।
  • এবার ফেস অথেন্টিকেশনের জন্য স্ক্রিনের উপরে নির্দেশাবলী অনুসরণ করুন।
  • আলোর দিকে তাকিয়ে অথেন্টিকেশন শুরু করতে হবে। তাহলে ফেস অথেন্টিকেশনে সুবিধা হবে।
  • ক্যামেরার কাছে এসে ফেস অথেন্টিকেশন করুন।
  • ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখার চেষ্টা করুন।
  • সবার আগে ক্যামেরার লেন্স পরিস্কার করে নিন। 

 

Tags:

Aadhar Card

UIDAI

Aadhar Face Authentication

Aadhar Face RD


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর