img

Follow us on

Saturday, Jan 18, 2025

Aadhaar PAN: প্যান আধার লিংক করাননি? কত জরিমানা দিতে হবে জানেন?

আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাবে...

img

প্রতীকী ছবি।

  2022-10-31 14:16:45

মাধ্যম নিউজ ডেস্ক: অনেক আগেই প্যানের সঙ্গে আধার (Aadhaar PAN) কার্ড লিংক করানোর নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। তার পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। এখনও অনেকেই প্যানের সঙ্গে আধার কার্ড লিংক করে উঠতে পারেননি। অথচ এটা না করালেই নয়। তাই আপনি যদি জানেন যে আপনার প্যানের সঙ্গে আধার লিংক করানো হয়নি, তাহলে সাধু সাবধান! সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) বক্তব্য, আপনি যদি এখনও প্যানের সঙ্গে আধার লিংক করিয়ে উঠতে না পারেন, তাহলে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাবে। সেক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হবে আপনাকে। বন্ধ হয়ে যেতে পারে ফিনান্সিয়াল ট্রানজেকশন। বোর্ডের পরামর্শ, তাই দ্রুত লিংক করিয়ে নিন প্যানের সঙ্গে আধার কার্ড।

এতে অবশ্য ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি প্যানের সঙ্গে আধার (Aadhaar PAN) লিংক না করিয়ে থাকেন, তাহলে তা করিয়ে ফেলুন। সিবিডিটি এই লিংক করানোর সময়সীমা চলতি বছরের ৩১ মার্চ থেকে বাড়িয়ে করেছে আগামী বছর অর্থাৎ ২০২৩ এর ৩১ মার্চ পর্যন্ত। চলতি বছরের ৩১ মার্চের মধ্যে যাঁরা প্যানের সঙ্গে আধার লিংক করেননি, তাঁদের পেনাল্টি গুণতে হবে। যাঁরা জুনের ৩০ তারিখের মধ্যে প্যান-আধার লিংক করিয়েছেন, তাঁদের জরিমানা বাবদ দিতে হবে ৫০০ টাকা। তবে যেহেতু সেই তারিখ চলে গিয়েছে, তাই এখন যাঁরা করাবেন, জরিমানা বাবদ তাঁদের দিতে হবে ১০০০ টাকা।

আরও পড়ুন: যারা ভারতের ঐক্য ভাঙার চেষ্টা করছে, তাদের থেকে সাবধান, বললেন মোদি

ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, প্রতিটি ব্যক্তি যাঁদের ২০১৭ সালের ১ জুলাই প্যান নম্বর দেওয়া হয়েছে এবং যাঁদের আধার নম্বর রয়েছে, তাঁরাই নির্দিষ্ট ফর্ম এবং পদ্ধতি মেনে প্যান আধার (Aadhaar PAN) লিংক করবেন। অন্যভাবে বলা যায়, এই সব ব্যক্তিদের আধার-প্যান লিংক করতে হবে জরিমানা ছাড়া চলতি বছরের ৩১ মার্চের মধ্যে। আর জরিমানা দিলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Income Tax

Bengali news

PAN Card

cbdt

aadhaar card

Aadhaar PAN


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর