img

Follow us on

Saturday, Jan 18, 2025

CAIT: উৎসবের মরশুমে কেনাকাটায় রেকর্ড! ব্যবসার পরিমাণ প্রায় ১.৫০ লক্ষ কোটি টাকা

শুধুমাত্র ধনতেরাস উপলক্ষে সারা দেশে মোট ৪৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে।

img

CAIT

  2022-10-25 12:20:22

মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুম বলতেই কেনাকাটা। এককথায় কেনাকাটা ছাড়া কি উৎসব উদযাপন করা যায়? অবশ্যই না। এবার এই কেনাকাটাকে ঘিরেই এক চমকপ্রদ খবর সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, উৎসবের মরশুমে ২৬ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ভারতে প্রায় ১.২৫ লাখ কোটি টাকারও বেশি জিনিসপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) (CAIT)। এই পরিমাণ আগের বছরের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। আগের বছর কেনাকাটা হয়েছিল প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকার। অনুমান করা হয়েছে, এবছর প্রায় ১.৫০ লাখ কোটির বেশি কেনাকাটা হয়েছে।

এই বছর CAIT-এর আহ্বানে, ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বিক্রির উপর জোর দিয়ে উৎসবটিকে "আপনি দিওয়ালি - ভারতীয় দিওয়ালি" হিসাবে উদযাপন করেছে। যার ফলে ক্ষুদ্র শিল্প, স্থানীয় ব্যবসা, কারিগর, শিল্পীদের ব্যবসাও ভাল হয়েছে বলে জানানো হয়েছে। CAIT-এর সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন যে দিওয়ালি বিক্রির মোট ব্যবসা ১.৫০ লক্ষ কোটি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে যা ভারতের খুচরো ব্যবসায়ীদের জন্য বড় ব্যাপার।

আরও পড়ুন: হোয়াইট হাউসে দীপাবলী পালন! প্রদীপ জ্বালালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

এছাড়াও জানা গিয়েছে, ধনতেরাসে মোট ২৫ হাজার কোটি টাকার সোনার ব্যবসা হয়েছে গত দু’দিনে। শুধুমাত্র ধনতেরাস উপলক্ষে সারা দেশে মোট ৪৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। CAIT-এর সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল আরও জানিয়েছেন, দু’বছর করোনার কারণে এই পরিমাণে কেনাকাটা হয়নি। ফলে এবার এই কেনাকাটার পরিমাণ বৃদ্ধির ফলে বিক্রেতাদের মুখে হাসি। এর ফলে তাঁদের অবস্থাও কিছুটা উন্নতি হবে বলেই আশায় বুক বেঁধেছেন তাঁরা।

প্রসঙ্গত, গত দুবছর করোনার দাপটে ভারতীয় অর্থনীতির অনেকটাই ক্ষতি হয়েছিল। কিন্তু এবছর কেনাকাটার পরিমাণ দেখে অনুমান করা হচ্ছে, ব্যবসায়ীরা কিছুটা হলেও তার ক্ষতি পূরণ করতে পারবে। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে বিক্রি বাড়া যেহেতু অর্থনীতির সামনের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিতবাহী, তাই আর্থিক পুনরুজ্জীবন যে ঘটছে, তা স্পষ্ট।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

CAIT

Happy Diwali 2022

retail traders

Festival SHopping

Diwali Shopping


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর