img

Follow us on

Saturday, Jan 18, 2025

AP Sona: মহিলাদের অশ্লীল ভিডিও তোলার অভিযোগে দল থেকে বহিষ্কৃত কেরল সিপিএম নেতা

কেরল সিপিএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনের পরামর্শে জেলা কমিটির সদস্য এ মহেন্দ্রন এবং জি রাজম্মার একটি কমিশন মামলাটির তদন্ত করে।

img

এপি সোনা

  2023-01-16 15:28:25

মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইল ফোনে মহিলাদের অশ্লীল ছবি তোলার অভিযোগে সিপিআই(এম) আলাপ্পুঝার সদস্য এপি সোনাকে (AP Sona) দল থেকে বহিষ্কার করল সিপিআইএম৷ দলীয় শালীনতা লঙ্ঘনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে ওই নেতাকে।  

কী জানা গেল?        

কেরল সিপিএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনের পরামর্শে জেলা কমিটির সদস্য এ মহেন্দ্রন এবং জি রাজম্মার একটি কমিশন মামলাটির তদন্ত করে। সেই কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে দল।  

শনিবার রাজ্য নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে জেলা কমিটির কয়েকজন সদস্য এপি সোনার (AP Sona) বিরুদ্ধে অভিযোগ তোলেন। পরবর্তীতে, অভিযোগকারীরা ওই জেলা সদস্যের তোলা অশ্লীল ভিডিও প্রমাণ হিসেবে জমা দেন। জেলা সম্পাদক আর নাজার, জেলা কমিটির সদস্য জি ভেনুগোপাল, জি হরিশঙ্কর, কেএইচ বাবুজান এবং বিধায়ক পি চিত্তরঞ্জন ভিডিওগুলি পরীক্ষা করে দেখেন। এরপরই নেতারা অভিযুক্তদের অবিলম্বে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। 

সিপিআইএম- এর তরফে প্রেস রিলিজে বলা হয়, "এই সমাজে থাকা অনেক মানুষই ভুল পথ অবলম্বন করেন। কিন্তু কমিউনিস্ট পার্টির হয়ে যারা কাজ করছেন তাঁদের এটা করলে চলবে না। সবার সম্মতি নিয়েই সিদ্ধান্ত এই নেওয়া হয়েছে।"   

জেলা নেতৃত্বের বক্তব্য, অভিযুক্ত নেতারা দলের মহিলাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের অজান্তেই ভিডিও করেন। পার্টি অফিসে বসেই মহিলাদের নগ্ন দৃশ্য এবং যৌন উত্তেজক কথাবার্তারও ভিডিও করা হয়। 

আরও পড়ুন: রাতভর নদীর চড়ায় আটকে গঙ্গাসাগর ফেরত ভেসেল, ভোগান্তি পুণ্যার্থীদের   

তদন্ত কমিশন ৩০ জনের কাছ থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং ৩৪টি ভিডিও পেয়েছে। আর তাতেই সবার সামনে আসে এই ঘটনা৷ উপকূলীয় এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে এপি সোনার (AP Sona) বিরুদ্ধে। তারপরেই মোবাইল ফোনের অশ্লীল ভিডিওর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই নাবালিকার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা তাঁকে পাকড়াও করে এবং মোবাইলটি পরীক্ষা করলেই ভিডিওগুলি পাওয়া যায়। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

CPIM

AP Sona


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর