img

Follow us on

Wednesday, Jan 15, 2025

Aditya L-1: রবিবার সফলভাবে কক্ষপথ বদল করল আদিত্য এল-১, বাড়ল গতি

রবিবার বেলা পৌনে ১২টা নাগাদ আদিত্য এল-১ এর কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে

img

প্রতীকী ছবি

  2023-09-03 16:24:35

মাধ্যম নিউজ ডেস্ক: শনিবারই মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয় সৌরযান আদিত্য এল-১ (Aditya L-1)। রবিবার সৌরযানের (Aditya L-1) সফলভাবে কক্ষপথ পরিবর্তন সফলভাবেই পরিববর্তন করানো হয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (Aditya L-1)। রবিবার ঠিক দুপুর পৌনে বারোটা নাগাদ সফলভাবে কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে সৌরযানের যা ইতিমধ্যে ট্যুইট করে জানিয়ে  দিয়েছে কর্তৃপক্ষ।

ট্যুইট করে কী জানাল ইসরো (Aditya L-1)  

এদিন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ট্য়ুইটে লেখে, ‘‘ঠিকঠাকই কাজ করছে ভারতের কৃত্রিম উপগ্রহ আদিত্য এল-১ (Aditya L-1)। কোথাও কোনও সমস্যা নেই। বেঙ্গালুরু থেকে আদিত্য এল-১ (Aditya L-1) এর কক্ষপথ সফলভাবে পরিবর্তন করানো হয়েছে।

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পার হতে মহাকাশযানেকে এখনও ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে

জানা গিয়েছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পাড় হতে মহাকাশযানেকে এখনও ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। মহাকাশযানটি (Aditya L-1) দ্বিতীয়বারের জন্য কক্ষপথ বদলাবে ৫ সেপ্টেম্বর বিকাল ৩টা নাগাদ। জানা গিয়েছে গন্তব্যে পৌঁছানোর আগে এমন ৫ বার কক্ষপথ বদলানো হতে পারে। যতবারই কক্ষপথ বদল করবে মহাকাশযান (Aditya L-1) ততই তার গতিও বাড়বে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মোট পাঁচটি ধাপ পরিবর্তনের পরে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রে পেরিয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াটিতে সময় লাগতে পারে ১৫ থেকে ১৬ দিন তারপরে গন্তব্যে পৌঁছাতে লাগবে আরও ১১০ দিন সময় লাগবে। প্রসঙ্গত পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে স্থাপিত হবে আদিত্য এল-১ (Aditya L-1)।

সৌর অভিযানের জন্য খরচ কত হল

ইসরোর সূত্রে জানা গিয়েছে, ভারতের এই সূর্য অভিযানে (Aditya L-1) খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। স্বল্প বাজেটের এই মিশনে ভারত পৃথিবীর সেই সমস্ত দেশগুলির সারিতে চলে এল, যারা সূর্য অভিযান (Aditya L-1) করতে পেরেছে। সফলভাবে ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছানোর পর সূর্যের বায়ুমণ্ডল সমেত সৃষ্টির আদিতে সূর্য কেমন ছিল, ভবিষ্যতে সূর্য কেমন হবে এই সমস্ত একাধিক বিষয়ে গবেষণা চালাবে আদিত্য এল-১ (Aditya L-1)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

ISRO

bangla news

Bengali news

Aditya L-1


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর