img

Follow us on

Saturday, Jan 18, 2025

Solar Eclipse: ১৭৮ বছর পর মহালয়ার দিনে দুর্লভ বলয়গ্রাস! জেনে নিন কী করবেন

১৪ অক্টোবর মহালয়ার সূর্যগ্রহণে তৈরি হবে শুভ সংযোগ

img

প্রতীকী চিত্র।

  2023-10-10 20:03:04

মাধ্যম নিউজ ডেস্ক: ১৭৮ বছর পর মহালয়ার সূর্যগ্রহণে তৈরি হচ্ছে বলয়গ্রাস। সূর্যের আলো ঢাকা পড়বে চাঁদে। ১৪ অক্টোবর মহালয়ার দিন হবে একাধিক শুভ সংযোগের পরিসর। এই সূর্যগ্রহণ (Sun Eclipse) হবে অত্যন্ত দুর্লভ সংযোগের সময়। যদিও জ্যোতিষ শাস্ত্রে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয়। রাহু এই সময় বেশ সক্রিয় থাকে। কিন্তু মহালয়ার এই বলয়গ্রাস দুর্লভ সংযোগ তৈরি হবে। জীবনে আনতে পারে অনেক মঙ্গলময় শুভক্ষণ। এই দুর্লভ মহালয়ার দিনে সূর্যগ্রহণের বিশেষত্ব কেমন হতে পারে, তা দেখে নেওয়া যেতে পারে।

১৭৮ বছর পর অমাবস্যায় মহালয়ার সংযোগ (Solar Eclipse)

সূর্যের বলয়গ্রাস (Solar Eclipse) অত্যন্ত বিরল। সূর্যের মাঝখানে চাঁদের ছায়া পড়লে সূর্যের উজ্জ্বল রশ্মি বিচ্ছুরিত হয়। দেখা যাবে গোল আঙটির মতো। মহালয়ার দিনে সূর্যগ্রহণের সময়, সূর্য এবং বুধ কন্যা রাশিতে অবস্থান করবে। সেই সঙ্গে তৈরি হবে বুধাদিত্য। ১৮৪৫ সালের আশ্বিন মাসে সর্বপিতৃ অমাবস্যায় এবং মহালয়ার তিথিতে সূর্যগ্রহণ হয়েছিল। আগামী শনিবার মহালয়ার দিনে আবার ১৭৮ বছর পর এই তিথিতে সূর্যগ্রহণ হবে। এই গ্রহণের সময়ে পূর্বপুরুষের উদ্দেশে স্মৃতি-তর্পণ এবং দান করলে পুণ্য সঞ্চয় হয়। সেই সঙ্গে পিতৃপুরুষদের সন্তুষ্টি প্রাপ্তি হয়।

কোথায় কোথায় দেখা যাবে

এই মহালয়ার দিনে সূর্যের বলয়গ্রাস আগামী শনিবার দিন দেখা যাবে। তবে সূত্রে জানা গেছে, ভারত থেকে দেখা যাবে না এই সূর্যগ্রহণ। উত্তর এবং দক্ষিণ আমেরিকা থেকে অংশ বিশেষ দেখা যাবে। ১৪ অক্টোবর ভারতীয় সময় অনুসারে রাত্রি ৮ টা ৩৫ মিনিট থেকে শুরু হবে এবং ১৫ অক্টোবর ২ টো ২৫ মিনিট পর্যন্ত থাকবে সূর্যগ্রহণ। তবে সূর্যের আলোর তেমন তীব্রতা না থাকলেও খালি চোখে না তাকানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাসা এই সূর্য গ্রহণের বিষয়কে সরাসরটি সম্প্রচার করবেন বলে জানা গেছে। ফলে অনেকেই যেকোন জায়গা থেকে সূর্যগ্রহণ (Solar Eclipse) দেখার সুযোগ পাবনে।

যে যে কাজ করলে এই মহালয়ায় সুফল পাওয়া যাবে

> সূর্যগ্রহণে (Solar Eclipse) দেবতাকে পুজো দিতে পারেন। জলের সঙ্গে কুমকুম মিশিয়ে অর্ঘ্য দিতে পারবেন।

> বাড়ির আশে পাশে পুকুর, নদীতে নেমে হাতে জল নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে পারবেন।

> রাশি অনুসারে অন্ন, বস্তু দান করে শুভ ফল মিলবে।

> ব্রাহ্মণ ভোজন উত্তম ফলপ্রসু হয়।

> এই তিথিতে অশ্বত্থ গাছ লাগাতে পারেন। বংশ বৃদ্ধি ভালো হবে।

> শনি অমাবস্যা পালন করলে, শনির অশুভ প্রভাব থেকে মুক্তি মিলতে পারে।

> পাত্রে তিলের তেল ভরে নিজের মুখ দেখে শনি মন্দিরে রাখলে ভালো ফল পাওয়া যায়।

> মন্ত্রজপ করলে শনির প্রকোপ কমে যাবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Mahalaya

Sun Eclipse


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর