img

Follow us on

Sunday, Jan 19, 2025

Mother Dairy: আমূলের পর এবার মাদার ডেয়ারি, দুধের দাম বাড়ল ২ টাকা

এ নিয়ে চলতি বছরে তিনবার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি...

img

মাদার ডেয়ার কিয়স্ক।

  2022-10-16 14:10:33

মাধ্যম নিউজ ডেস্ক: দুধের দাম আগেই বাড়িয়েছিল আমূল (Amul)। এবার সেই পথে হাঁটল মাদার ডেয়ারিও (Mother Dairy)। শনিবার মাদার ডেয়ারি ফুল ক্রিম মিল্ক (Full Cream Milk) এবং কাউ মিল্কের (Cow Milk) দাম বাড়িয়েছে লিটার প্রতি দু টাকা করে। মাদার ডেয়ারির এক মুখপাত্র বলেন, এই মূল্যবৃদ্ধি প্রযোজ্য হবে ১৬ অক্টোবর, রবিবার থেকে। এ নিয়ে চলতি বছরে তিনবার দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি (Mother Dairy)। গত মার্চ মাসে দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটেল রিজিয়নে তারা দুধের দাম বাড়িয়েছিল লিটার প্রতি দু টাকা। ওই একই এলাকায় কোম্পানি ফের দুধের দাম লিটার প্রতি দু টাকা বাড়িয়েছিল অগাস্টে। তার আবারও বাড়ানো হল লিটার প্রতি দু টাকা।

কী কারণে বাড়ানো হল দুধের দাম? মাদার ডেয়ারির (Mother Dairy) এক মুখপাত্র জানান, দুগ্ধ শিল্পে ইনপুট খরচ বহুগুণ বেড়ে যাওয়ায় ধারাবাহিকভাবে বাড়ছে কাঁচা দুধের দাম। গত দু মাসেই তা বেড়েছে কেজি প্রতি প্রায় ৩ টাকা। উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে পশুখাদ্যের দাম বাড়ায় ও বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তিনি বলেন, কৃষকদের লাভের কথা মাথায় রেখে এবং উপভোক্তাদের জন্য উন্নতমানের দুধের জোগান নিশ্চিত করতে দাম বাড়াতে বাধ্য হয়েছি আমরা।

আরও পড়ুন: কাজের ক্ষেত্রে ইডি সম্পূর্ণ স্বাধীন, সাফ জানালেন নির্মলা সীতারামন

মাদার ডেয়ারির (Mother Dairy) এই পদক্ষেপের আগেই লিটার প্রতি দু টাকা বাড়িয়েছিল আমূলও। গুজরাট ছাড়া দেশের সর্বত্র দাম বাড়ানোর কথা জানিয়েছিল কোম্পানি। লিটার প্রতি দু টাকা দাম বাড়ায় ফুল ক্রিম আমূল দুধের দাম পড়বে লিটার প্রতি ৬৩ টাকা। আগে এটাই ছিল ৬১ টাকা। তবে কেবল গোরুর দুধ নয়, আমূল গোল্ড ও মোষের দুধের দামও বাড়ছে লিটার প্রতি দু টাকা করে। আমূল দুধ প্রস্তুত করে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আরএস সোধি বলেন, ফ্যাটের মূল্য বৃদ্ধির কারণে আমূল গোল্ড ও মোষের দুধের দাম বাড়ানো হয়েছে লিটার প্রতি ২ টাকা করে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Bengali news

Mother Dairy

Amul

cow milk

milk price hike

mother dairy hikes milk prices