img

Follow us on

Sunday, Jan 19, 2025

VK Singh on Agnipath: "অগ্নিপথ পছন্দ না হলে সেনায় আসবেন না", স্পষ্ট বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

VK Singh: ভিকে সিং বলেন, "সরকারকে অপদস্ত করতে দেশে অশান্তির আগুন জ্বালাচ্ছে কংগ্রেস।"

img

কেন্দ্রীয়মন্ত্রী ভিকে সিং

  2022-06-20 16:34:32

মাধ্যম নিউজ ডেস্ক: 'অগ্নিপথ' (Agnipath Recruitment) প্রকল্প পছন্দ না হলে ভারতীয় সেনায় (Indian Army) যোগদান করবেন না। বিক্ষোভকারীদের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। অগ্নিবীর নিয়োগ বিতর্ক প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং (VK Singh) মহারাষ্ট্রের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বলেন, "এটা কোনও দোকান বা সংস্থা নয়। যিনি সেনায় যোগ দেন, তিনি স্বেচ্ছায় যোগ দেন। ভারতীয় সেনা রোজগারের জায়গা নয়। যাঁদের 'অগ্নিপথ' প্রকল্প পছন্দ নয়, তাঁদের আসার দরকার নেই।"

ভিকে সিং আরও বলেন, "যারা সেনায় আসতে চান, তাঁরাই আসেন। ভারত সরকার কাউকে সেনায় যোগদান করতে জোর করে না। কিন্তু এখানে চাকরি পেতে হলে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, নিয়ম মেনেই চাকরি পেতে হবে।" 

আরও পড়ুন: ভারতে প্রথম মহিলা নাবিক! অগ্নিপথ প্রকল্প দেখাচ্ছে পথ

'অগ্নিপথ' প্রকল্প ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে তাণ্ডব (Agnipath Protest) চলেছে। জ্বালানো হয়েছে ট্রেন, গাড়ি। সেই ঘটনার প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আপনাদের কে আসতে বলেছে সেনায়? আপনারা বাস এবং ট্রেন জ্বালিয়ে দিচ্ছেন। কেউ আপনাদের বলেছেন যে সেনায় আসতেই হবে? কোনও বাধ্যবাধকতা নেই তো।" 

কিছুদিন আগেই প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) অগ্নিপথ প্রকল্পের নিন্দা করে বলেছিলেন, "এই প্রকল্প ভারতের যুবসমাজ তথা ভারতীয় সেনাকে ধ্বংস করে দেবে।" এই মন্তব্যের বিরোধীতা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "রাহুল গান্ধীকে ইডির জেরার মুখে পড়তে হচ্ছে তাই কংগ্রেস ক্ষুব্ধ। তাই মোদির আমলের সব ভালো কাজের খুঁত বের করে ওরা প্রশ্ন তুলছে। যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। সরকারকে অপদস্ত করতে দেশে অশান্তির আগুন জ্বালাচ্ছে কংগ্রেস।"

আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া শুরু ২৪ জুন, পরীক্ষা জুলাইয়ে

কিছুদিন আগেই সেনা বাহিনীতে নিয়োগের  জন্যে এক নতুন প্রকল্পের ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রকল্পে চুক্তির ভিত্তিতে ১৭-২৩ বছর বয়সীদের নেওয়া হবে সেনাবাহিনীতে। চার বছর পরে ২৫%- কে স্থায়ী পদ দেওয়া হবে, বাকিদের করবিহীন এককালীন ভাতা দিয়ে অবসর দেওয়া হবে। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে যারা চাকরি পাবেন, তাঁদের 'অগ্নিবীর' নামে ডাকা হবে।  

 

Tags:

Priyanka Gandhi

Indian Army

Agnipath Recruitment

VK Singh

Agnipath Protest