img

Follow us on

Thursday, Sep 19, 2024

Agnipath scheme: বিপুল বেতন পাবেন 'অগ্নিবীর'রা! মেয়াদ শেষে এককালীন করমুক্ত টাকাও

প্রথম বছরে অগ্নিবীরদের মোট বার্ষিক প্যাকেজ হবে ৪.৭৬ লাখ, এবং চার বছর শেষে তাদের মোট বার্ষিক প্যাকেজ হবে ৬.৯২ লাখ টাকা

img

সেনার প্রশিক্ষণ।

  2022-06-17 15:49:49

মাধ্যম নিউজ ডেস্ক: দেশসেবার জন্য সেনাবাহিনীতে (Indian Army) যোগ দিতে চায় বহু ছেলেমেয়ে। সামরিক বাহিনীতে (Armed Forces) কাজ মানেই একদিকে কঠোর চ্যালেঞ্জ, অন্যদিকে দুর্দান্ত কেরিয়ার। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ বা ‘অগ্নিপথ নিয়োগ যোজনা’-র (Agneepath Scheme) ঘোষণা করেন। এই স্বল্পমেয়াদী চুক্তিভিত্তিক ‘অগ্নিপথ’ প্রকল্পে নিয়োজিত জওয়ানদের পোশাকি নাম ‘অগ্নিবীর’ (Agniveer)। এই বিশেষ স্কিমের আওতায় ৪ বছরের চুক্তিতে নিয়োগ হবে সেনায়। 

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় সেনাবাহিনীর তিন বিভাগে সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে মোট ৪৬ হাজার পদে চলবে নিয়োগ। অফিসার পদ ছাড়া সেনায় সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় হবে এই প্রকল্পের মাধ্যমে। যদিও অনেকেই মনে করছেন, এই চুক্তিভিত্তিক চাকরির শেষে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোবে ‘অগ্নিবীর’রা। মাত্র ২৫%-কে নিয়োগ করা হবে স্থায়ীপদে, বাকিদের চার বছর পরে অবসর। তবে বিদায়ী ‘অগ্নিবীর’রা অবসরকালে কেন্দ্রের থেকে এককালীন প্রায় ১২ লাখ করমুক্ত টাকা ভাতা পাবেন। এবার জেনে নেওয়া যাক কত বেতন পাবেন অগ্নিবীররা?

আরও পড়ুন: ভবিষ্যতে ভারতীয় সেনার অর্ধেক হবে অগ্নিবীর! দাবি সেনা উপপ্রধানের

চুক্তিভিত্তিক হলেও প্রথম থেকেই ‘অগ্নিবীর’দের জন্য আকর্ষণীয় বেতনের প্যাকেজ দিয়েছে কেন্দ্র সরকার (Modi govt)। প্রথম বছরে মাসিক ৩০ হাজার টাকা করে বেতন ধার্য করা হয়েছে। তার মধ্যে হাতে মিলবে ২১ হাজার টাকা। ৯ হাজার টাকা করে কেটে নেওয়া হবে। সরকারও সমপরিমাণ টাকা দেবে। অর্থাৎ প্রতিমাসে ১৮ হাজার টাকা করে জমবে ‘অগ্নিবীর’দের। ওই টাকা জমিয়ে চার বছর চাকরির শেষে 'সেবা নিধি' (Seva Nidhi) প্রকল্পের মাধ্যমে এককালীন ১১ থেকে ১২ লাখ টাকা পাবেন ‘অগ্নিবীর’রা। তবে কোনও প্রভিডেন্ট ফান্ড থাকবে না। যেহেতু এই সেবা নিধি তহবিলই প্রভিডেন্ট ফান্ডের অনুরূপ।

চাকরি জীবনের দ্বিতীয় বছরে প্রতি মাসে বেতন হবে ৩৩ হাজার টাকা। তৃতীয় বছরে হবে সাড়ে ৩৬ হাজার টাকা এবং শেষ বছরে ওই বেতন গিয়ে দাঁড়াবে ৪০ হাজার টাকায়। তখন জওয়ানদের নেট পে হবে ২৮ হাজার টাকা। অর্থাৎ প্রথম বছরে ‘অগ্নিবীর’দের মোট বার্ষিক প্যাকেজ হবে ৪.৭৬ লাখ, এবং চার বছর শেষে তাদের মোট বার্ষিক প্যাকেজ হবে ৬.৯২ লাখ টাকা। এছাড়াও, মেয়াদ ফুরলে বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ থাকবে।

এছাড়াও কর্মরত অগ্নি সেনাদের সুরক্ষার দায়িত্ব নেবে সরকার। চুক্তিভিত্তিক কর্মরত সেনাদের চাকরি করতে করতে মৃত্যু হলে পরিবারকে এক কোটি টাকা আর্থিক সাহায্য করবে কেন্দ্র। এছড়া অঙ্গহানি বা কোনওরকম দুর্ঘটনার ক্ষেত্রে সর্বাধিক ৪৮ লাখ টাকা দেওয়া হবে।

Tags:

rajnath singh

Agnipath scheme

Agniveers pay PF

central government scheme


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর