img

Follow us on

Thursday, Nov 21, 2024

Air India: এয়ার ইন্ডিয়ার ডোমেস্টিক ফ্লাইটে বিপুল ছাড়, ভাবমূর্তি ফেরানোর চেষ্টা?

প্রস্রাবকাণ্ডের পর খাবারে পাথর থাকার অভিযোগও উঠেছে এই এয়ারলাইনের বিরুদ্ধে।

img

এয়ার ইন্ডিয়া

  2023-01-21 21:39:26

মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিপুল ছাড়ের ঘোষণা করল ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য এয়ারলাইনের ডোমেস্টিক নেটওয়ার্ক জুড়ে ফ্লাইট টিকিটের উপর ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে৷ আজ থেকে শুরু হয়েছে এই অফার। চলবে ২৩ জানুয়ারি ২০২৩ অবধি। এয়ারলাইনের অনুমোদিত ট্রাভেল এজেন্ট সহ সমস্ত এয়ার ইন্ডিয়া বুকিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে এই অফার৷ এই ছাড়ে দেশের মধ্যে ৪৯টি ডেস্টিনেশনে ইকোনমি ক্লাসের টিকিট পাওয়া যাবে মাত্র ১৭০৫ টাকায়। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে একমুখী ভ্রমণের জন্যে প্রযোজ্য এই অফার। পরিবারের সঙ্গে স্বপ্নের ছুটি কাটাতে চাইলে এখনই লুফে নিন এই অফার।

কোথা থেকে বুক করবেন? 

আরও বিস্তারিত জানতে এয়ার ইন্ডিয়ার (Air India) ওয়েবসাইটে লগ ইন করুন www.airindia.in অথবা বিমান সংস্থাটির কল সেন্টারে ১৮৬০ ২৩৩ ১৪০৭ - এই নম্বরে যোগাযোগ করুন। টাটা গ্রুপের সংস্থা, এয়ার ইন্ডিয়া ভারতের বিমান সংস্থাগুলির মধ্যে অগ্রগামী। ১৯৩২ সালের ১৫ অক্টোবরে প্রথম ফ্লাইটের পর থেকে, এয়ার ইন্ডিয়ার একটি বিস্তৃত ডোমেস্টিক নেটওয়ার্ক  তৈরি হয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ, সুদূর-পূর্ব, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং উপসাগরজুড়ে বিস্তীর্ণ নেটওয়ার্কসহ অন্যতম আন্তর্জাতিক বিমান সংস্থা হিসেবে পরিচিতি পেয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া স্টার অ্যালায়েন্সের সদস্য, বৃহত্তম বৈশ্বিক এয়ারলাইন কনসোর্টিয়াম। সরকারী মালিকানাধীন এন্টারপ্রাইজ হিসাবে থাকার পর ৬৯ বছর পর ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা আসে টাটা গোষ্ঠীর হাতে।

আরও পড়ুন: সংবাদসংস্থাগুলির কারণেই লাভ হচ্ছে বড় বড় কোম্পানিগুলির, আয়ের ভাগ দিতে হবে প্রকাশকদের, জানাল কেন্দ্র   
 
সম্প্রতি বার বার বিতর্কে জড়িয়েছে টাটা গোষ্ঠীর এই বিমান সংস্থা (Air India)। প্রস্রাবকাণ্ডের পর খাবারে পাথর থাকার অভিযোগও উঠেছে এই এয়ারলাইনের বিরুদ্ধে। প্রস্রাবকাণ্ডের জেরে জরিমানাও করা হয়েছে এই সংস্থাকে। পাইলটকে সাসপেন্ডও করেছে ডিজিসিএ। এমতাবস্থায় এয়ার ইন্ডিয়ার ব্যবসায় ভাটা পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাহলে কী ভাবমূর্তি ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে টাটা গ্রুপ? আর তারই প্রথম পদক্ষেপ এই বিপুল ছাড়? এমনটা অনেকেই মনে করলেও টিকিট বিক্রি কিন্তু থামছে না। এমনকি টিকিট বিক্রির হার ছাপিয়ে যেতে পারে সমস্ত রেকর্ড, এমন আশাও রাখছে বিমান সংস্থাটি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

Tags:

Air India

Republic Day Sale


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর