সম্প্রতি ৪৭০টি বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে টাটার মালিকানাধীন এই বিমান সংস্থা...
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল সংখ্যক বিমান অর্ডার করার পর কর্মী নিয়োগে জোর দিচ্ছে টাটা গ্রুপের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। পাইলট ও অন্যান্য কর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে তারা।
জানা গেছে, কোম্পানির আকর্ষণীয় কিছু পদের জন্য বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত প্যাকেজ অফার করেছে তারা। জানা গেছে, এয়ার ইন্ডিয়া নতুন কিছু পদের জন্য বার্ষিক ২ কোটি টাকারও বেশি প্যাকেজ দেবে। এই আকর্ষণীয় প্যাকেজটি বোয়িং B777 এয়ারক্রাফ্টের ক্যাপ্টেন পদের জন্য দেবে সংস্থা। B777 বিমানের ক্যাপ্টেন পদের জন্য প্রতি মাসে ২১ হাজার ডলার অফার করছে। ভারতীয় মুদ্রায় এটি বার্ষিক ২.০৮ কোটি টাকার সমান।
এয়ার ইন্ডিয়ার (Air India) বর্তমানে ১১৩টি বিমান রয়েছে, যেখানে প্রায় ১৪০টি বিমান পরিচালনা করার মতো দক্ষ কর্মী রয়েছে সংস্থার হাতে। এখন সংস্থাটি বোয়িং ও এয়ারবাস থেকে ৪৭০ টি নতুন বিমানের অর্ডার দিয়েছে। নতুন এয়ারক্রাফটের ক্ষেত্রে এটাই এখনও পর্যন্ত রেকর্ড অর্ডার। এর মধ্যে এয়ারবাস থেকে ২৫০টি বিমান অর্ডার করা হয়েছে। এবং বোয়িং থেকে ২২০টি প্লেন অর্ডার করেছে কোম্পানি। নতুন বিমানগুলি চালু হলে এয়ার ইন্ডিয়ার (Air India) কাছে বিমানের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। বর্তমানে, ভারতীয় বিমান সংস্থাগুলির মধ্যে ইন্ডিগো বিমানের সংখ্যার শীর্ষে রয়েছে, তবে এই চুক্তি শেষ হওয়ার পরে এয়ার ইন্ডিয়া বিমান সংখ্যায় অনেকটাই এগিয়ে যাবে। স্বাভাবিকভাবেই এই নতুন বিমানগুলির জন্য এয়ার ইন্ডিয়ার আরও অনেক দক্ষ কর্মী প্রয়োজন।
ওয়াকিবহাল মহলের মতে, দক্ষ পাইলট পেতেই এত বড় প্যাকেজ দিচ্ছে এয়ার ইন্ডিয়া (Air India)। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে শুধু পাইলট নয়, আরও অনেক পদের জন্য নিয়োগ বেরিয়েছে। এর মধ্যে রয়েছে কেবিন ক্রু মেম্বার, গ্রাউন্ড স্টাফ, নিরাপত্তা ও অন্যান্য প্রযুক্তিগত পদ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: