img

Follow us on

Friday, Sep 20, 2024

Shankar Mishra: এয়ার ইন্ডিয়া প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্করকে জামিন দিল কোর্ট

প্রসঙ্গত গত বছরের ২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এক বয়স্ক সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের বিরুদ্ধে।

img

শঙ্কর মিশ্র

  2023-02-01 13:38:13

মাধ্যম নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়ার প্রস্রাবকান্ডে অভিযুক্ত শঙ্কর (Shankar Mishra) মিশ্র গতকাল জামিন পেলেন। এদিন অভিযুক্তের জামিনের বিষয়ে বলতে গিয়ে নয়াদিল্লির পাতিয়ালা হাউস কোর্টের পর্যবেক্ষণ ছিল, অভিযুক্ত শঙ্কর মিশ্রকে একবার তলব করার পর সে হাজির হয়নি মানে এই সিদ্ধান্তে আসা যায়না যে সে বিচার ব্যবস্থা থেকে পালিয়ে যেতে চাইছে। আদালতের আরও সংযোজন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগে কোনও এমন ধরনের ফৌজদারি মামলা নেই অথবা তার বিরুদ্ধে অভিযোগকারীকে ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়ার অভিযোগও সামনে আসেনি। প্রসঙ্গত গত বছরের ২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লি এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এক বয়স্ক সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রের (Shankar Mishra)  বিরুদ্ধে। এরপরেই অভিযুক্ত শঙ্কর মিশ্রের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়। শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় গত ৬ জানুয়ারি। একটি মার্কিন বহুজাতিক সংস্থায় চাকরি করতেন অভিযুক্ত শঙ্কর (Shankar Mishra) । তাঁকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে ওই সংস্থা। জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে শঙ্করকে জামিন দেয়।   

ঘটনাটি ঠিক কী ঘটেছিল

গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউইয়র্ক-দিল্লির বিমানে, শঙ্কর এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর ৫ জানুয়ারি শঙ্করের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করা হয়েছিল। ওই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে শঙ্করের (Shankar Mishra)  বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ২৯৪, ৫০৯, ৫১০ নং ধারায়। বিচার প্রক্রিয়া চলছে, অভিযোগ সত্য প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত জেল হয়ে যেতে পারে শঙ্করের।

অভিযোগ, ৭০ বছর বয়সি ওই বৃদ্ধা এই ঘটনা সম্পর্কে কেবিন ক্রুকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়নি তখন বিমান কতৃপক্ষ। পরে জাতীয় মহিলা কমিশন সক্রিয় হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ রিপোর্ট অনুযায়ী, এআই-১০২ নং বিমানে এই ঘটনাটি ঘটেছে। নিউইয়র্ক বিমানবন্দর থেকে উড়ান শুরুর পরেই লাঞ্চ দেওয়া হয় যাত্রীদের। বিশ্রামের জন্য বিমানের লাইট বন্ধ করে দেওয়া। তখনই অভিযুক্ত শঙ্কর বৃদ্ধার আসনের সামনে এসে  প্রস্রাব করতে শুরু করেন। তখন বাকি যাত্রীরা প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত সেখান থেকে চলে যান। প্রস্রাবে বৃদ্ধার শরীর, জামা কাপড় সব কিছুই ভিজে যায় বলে অভিযোগ। অন্য আসন ফাঁকা না থাকায় প্রস্রাবে ভেজা আসনেই ওই বৃদ্ধাকে বসতে হয়।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 

 

 

Tags:

Shankar Mishra


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর