Airport Security: এমন ধরণের মেশিন আমেরিকা ও ইউরোপের বিমানবন্দরগুলোতে ব্যবহার করা হয়।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: বিমানবন্দরে ভিড় এড়াতে ও যাত্রীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। বিমান বন্দরে বাড়ানো হল ডিসপ্লে বোর্ডের সংখ্যা, চেকিং মেশিন ও নিরাপত্তা চেকের ক্ষেত্রে অত্যাধুনিক মেশিন। বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এবার থেকে যাত্রীদের আলাদা করে মোবাইল ফোন, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক বের করে চেক করতে হবে না। খুব শীঘ্রই এমন মেশিন আসতে চলেছে যে, যার সাহায্যে ব্যাগের মধ্যে থেকেই ফোন, চার্জার চেক করা যাবে।
এভিয়েশন সিকিউরিটি ওয়াচডগ, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস), এক মাসের মধ্যে একটি নির্দেশিকা জারি করতে চলেছে, যেখানে জানানো হবে, ইলেকট্রনিক ডিভাইস বের না করে ব্যাগ স্ক্রিন করার জন্য আধুনিক মেশিন ব্যবহার করা হবে এবং এটি খুব শীঘ্রই সব বিমানবন্দরে চালু করা হবে। এমন ধরণের মেশিন আমেরিকা ও ইউরোপের বিমানবন্দরগুলোতে ব্যবহার করা হয়।
আরও পড়ুন: ‘ভিড়ে মাস্ক পরুন, বুস্টার ডোজ নিন’, চিনে করোনার বাড়বাড়ন্তর পরই পরামর্শ কেন্দ্রের
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের লক্ষ্যই হল যাত্রীদের দ্রুত ও ভালোমত নিরাপত্তা দিয়ে তাঁদের যাত্রা সফল করা। বিমান পরিবহন মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, সমস্ত বড় বিমানবন্দর যেমন দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে আগে এই অত্যাধুনিক মেশিনগুলো ইনস্টল করা হবে এবং এক বছরের মধ্যে অন্যান্য বিমানবন্দরে পৌঁছবে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দিল্লি বিমানবন্দরে ব্যাপক ভিড় হয়। ভিড়ের চোটে বহু যাত্রী নির্দিষ্ট সময়ে বিমান ধরতে ব্যর্থ হন। ভিড়ের একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে ভিড় নিয়ে তির্যক মন্তব্যও করেন। এই ঘটনায় নড়েচেড়ে বসে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ঘটনার পর দিন দিল্লি বিমানবন্দর পরিদর্শনে যান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর সিন্ধিয়ার পরিদর্শনের পরেই তিনি জানিয়েছেন, টার্মিনাল ৩-এ আগামী দিনে আরও এক্স-রে মেশিন ও কর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর পরেই ভিড় এড়াতে বিমাবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি ও বিভিন্ন সমস্যা সমাধানে একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন মন্ত্রী।