img

Follow us on

Saturday, Jan 18, 2025

Al-Qaeda: অসমে আল-কায়দা প্রধানের ভিডিওবার্তা! সতর্ক করল পুলিশ

ম্যাগাজিনের সংস্করণ বাংলায় প্রকাশ করার অর্থই হল আল-কায়দা বাংলাদেশ ও অসমের বাংলাভাষী অঞ্চলে নিজেদের সংগঠন সম্প্রসারণ করতে চাইছে।" তাদের উদ্দেশ্য হল, আল-কায়দার ভাবধারা ছড়িয়ে দেওয়া।

img

জঙ্গি কার্যকলাপ রুখতে পুলিশ প্রহরা।

  2022-07-30 10:44:19

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর-পূর্ব ভারতেও জাল বুনছে আল কায়দা (Al-Qaeda)। নজরে ভারত ও তৎসংলগ্ন দেশগুলির যুব সমাজ। উত্তর পূর্বের রাজ্য অসমে আল কায়দা (Al-Qaeda) জঙ্গি গোষ্ঠীর শীর্ষনেতা আয়মান আল-জাওয়াহিরির একটি ভিডিওবার্তা সামনে আসার পর থেকেই এই জল্পনা আরও ঘণীভূত হচ্ছে। এ বিষয়ে সতর্ক করে অসম পুলিশ জানিয়েছে, আল কায়দার ভারতীয় উপ মহাদেশীয় শাখা (Al-Qaeda in Indian Sub continent)  বা সংক্ষেপে 'আকিস' (AQIS) এখন অসমে ঘাঁটি গাড়তে চাইছে। এই গোষ্ঠী তাদের ম্যাগাজিনের সর্বেশেষ সংস্করণটি বাংলায় প্রকাশ করেছে।

অসম পুলিশের DG ভাস্করজ্যোতি মহন্ত (Bhaskar Jyoti Mahanta) বলেন, "ম্যাগাজিনের সংস্করণ বাংলায় প্রকাশ করার অর্থই হল আল-কায়দা বাংলাদেশ ও অসমের বাংলাভাষী অঞ্চলে নিজেদের সংগঠন সম্প্রসারণ করতে চাইছে।" তাদের উদ্দেশ্য হল, আল-কায়দার ভাবধারা ছড়িয়ে দেওয়া। এর জন্য তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে বলে জানিয়েছে পুলিশ। যে নেটনাগরিকদের মধ্যে আল-কায়দার প্রতি একই ধরনের আবেগ রয়েছে, তাদের মগজধোলাই করে জিহাদি কার্যকলাপের দিকে এগিয়ে দেওয়াই লক্ষ্য। ইতিমধ্যেই অসমে সেই কাজ শুরু করে দিয়েছে তারা।

আরও পড়ুন: আল-কায়দা যোগ! অসমে আটক ১১ জন

গোয়েন্দাদের হাতে আসা তথ্য বলছে, মূলত টেকসেভি তরুণ সমাজকে দলে টানাই এই জিহাদিদের প্রধান লক্ষ্য। অল্পবয়সী ছেলেমেয়েদের ইসলামের নামে খুন করতেও উৎসাহ দেয় এই সংগঠন। তাদের নিশানায় থাকেন মূলত জনপ্রিয় রাজনৈতিক নেতারা। এর পাশাপাশি, আল-কায়দার প্রতি সহানুভূতিশীল ধনী ব্যক্তিদের কাছ থেকে টাকা তুলে মোটা তহবিল তৈরি করাও এই জঙ্গি মডিউলের অন্যতম কাজ।

অসমে এখন সক্রিয় রয়েছে জঙ্গিগোষ্ঠী আল-কায়দা (Al-Qaeda)! সাম্প্রতিক কিছু ঘটনাক্রম থেকেই এই বিষয়টি সামনে এসেছে। মূলত, সাইবার দুনিয়ায় আল-কায়দার প্রোপাগান্ডা মেনে কাজ করছে এই সংগঠনের সদস্যরা। গত দুদিনে প্রায় ১১ জন জঙ্গি ধরা পড়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, গত কয়েকদিনে জঙ্গিযোগ রয়েছে সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। রাজ্যে জঙ্গি কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

Tags:

Assam

Al-Qaeda

Al-Qaeda-linked terror module busted in Assam

Assam Terror

Al-Qaeda in Indian Sub continent

Bhaskar Jyoti Mahanta


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর