img

Follow us on

Wednesday, Dec 18, 2024

Allu Arjun: জামিন পেলেন তেলুগু তারকা অল্লু অর্জুন, গ্রেফতারিতে কংগ্রেসকে তোপ বিজেপির

Entertainment News: অল্লু অর্জুন গ্রেফতার, পাঠানো হল হেফাজতে, কী বলল পদ্ম শিবির?...

img

অল্লু অর্জুন গ্রেফতার। কংগ্রেসকে তোপ বিজেপির। সংগৃহীত ছবি।

  2024-12-13 20:51:31

মাধ্যম নিউজ ডেস্ক: গ্রেফতার অল্লু অর্জুন (Allu Arjun)। হায়দরাবাদের একটি প্রিমিয়ারে অতিরিক্ত ভিড়ের চাপে (Entertainment News) পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিনেতাকে। আদালতে নিয়ে যাওয়া হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় অভিনেতাকে। আজ, শুক্রবারই গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতার করা হয়েছে তাঁর দুই দেহরক্ষীকেও। জেল হেফাজত হয়েছে শুনে দ্রুত তেলেঙ্গনা হাইকোর্টে আবেদন করেন সুপারস্টারের আইনজীবীরা। পরে সেখানেই অন্তর্বর্তী জামিন পান তারকা অভিনেতা।

আরও পড়ুন: “নিজেদের স্বার্থেই সুরক্ষা দেবে সংখ্যালঘুদের”, বাংলাদেশের ভালো কীসে, বলে দিলেন জয়শঙ্কর

পদপিষ্ট হয়ে মৃত্যু (Allu Arjun)

‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বছর ঊনচল্লিশের এক মহিলার। ওই ঘটনায় তাঁর আট বছরের সন্তানও গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। মৃতার পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেতা। এদিন তাঁর মৃতার পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল। তার আগেই গ্রেফতার করা হয় অভিনেতাকে। চিক্করপল্লি থানায় জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। এদিন করা হয় গ্রেফতার। পরে আদালতে তোলা হলে পাঠানো হয় বিচার বিভাগীয় হেফাজতে। ঘটনার পরে পরেই মৃত মহিলার স্বামী দায়ের করেন এফআইআর। তাঁর অভিযোগ, অল্লু অর্জুন (Allu Arjun) ও হল মালিক ভিড় সামলাতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে।

বিজেপির তোপ

তেলুগু তারকা অল্লু অর্জুন গ্রেফতার হওয়ার পরেই তেলঙ্গনার কংগ্রেস সরকারকে একহাত নিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার অভিযোগ করেছেন, জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেতাকে সরাসরি তাঁর শয়নকক্ষ থেকে তুলে আনা হয়েছে। তাঁকে পোশাক পরিবর্তনের সময়ও দেওয়া হয়নি। তাঁর মতে, এটি অব্যবস্থা ও সম্মানের একটি লজ্জাজনক উদাহরণ। তিনি বলেন, “ভারতীয় সিনেমাকে বিশ্বজুড়ে স্বীকৃতি এনে দেওয়া এমন একজন তারকা আরও ভালো আচরণ পাওয়ার যোগ্য। এই অবহেলা ও ভুল ব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়। আইকন স্টার (অল্লু অর্জুন) এবং তাঁর ভক্তদের বিশৃঙ্খলা নয়, সম্মান প্রাপ্য।” অল্লু অর্জুনের গ্রেফতারিকে অন্যায় বলে অভিহিত করেছেন বর্ষীয়ান অভিনেতা এন বালাকৃষ্ণা। আশ্বাস (Entertainment News) দিয়েছেন তাঁর পাশে থাকার (Allu Arjun)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Tags:

bjp

Madhyom

Entertainment news

bangla news

Bengali news

news in bengali

Allu Arjun

Bandi Sanjay Kumar


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর