প্রবল বৃষ্টি ও মেঘভাঙা বৃষ্টির জেরে এলাকায় জারি করা হয়েছে সতর্কতা...
অমরনাথে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। নিজস্ব চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: মেঘভাঙা বৃষ্টির (Cloudburst) জেরে হড়পা বানে বিধ্বস্ত তুষারতীর্থ অমরনাথ (Amarnath)। মৃতের সংখ্যা অন্তত ১৬ জন। প্রশাসনের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। প্রাশসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৫ হাজার তীর্থযাত্রীকে (Pilgrims) নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই প্রবল বর্ষণের সঙ্গে সঙ্গে বালতাল বেস ক্যাম্পে মেঘভাঙার ঘটনা ঘটে। তাতে তীর্থযাত্রীদের বেশ কিছু তাঁবু ধুয়ে মুছে সাফ হয়ে যায়। দ্রুত উদ্ধার কাজে নামে কাশ্মীর পুলিশ, আইটিবিপি ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।এই মুহূর্তে বালতাল এলাকার সব ফোন লাইন বিপর্যস্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রাপথের অনেকাংশ। পরিস্থিতি সামলে না ওঠা পর্যন্ত যাত্রা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।যাঁরা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, তাঁদের বক্তব্য জলের তোড় এতটাই ছিল যে বড় বড় বোল্ডার গড়িয়ে এসে জমছে রাস্তায়। ক্যাম্প চত্বর জুড়ে আবর্জনার স্তূপ। সেখান থেকেই উদ্ধার হয়েছে দেহ। আরও দেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের।
আরও পড়ুন : দুবছর পর ফের শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, কীভাবে আবেদন করবেন?
জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, প্রবল বৃষ্টি ও মেঘভাঙা বৃষ্টির জেরে এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। সিন্ধু নদীর জলস্তর আচমকাই বেড়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। ফি বছর অমরনাথ যাত্রা শুরু হয় ২৮ জুন। শেষ হয় রাখি পূর্ণিমার পর। তুষারতীর্থ দর্শনে প্রতি বছর যোগ দেন বহু পুণ্যার্থী। এই ঘটনার জেরে এ বছর সাময়িক বন্ধ হয়ে গেল অমরনাথ যাত্রা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ট্যুইট বার্তায় জানান, বায়ুসেনার জওয়ানদের ওই জায়গায় পাঠানো হয়েছে। প্রয়োজনে আকাশপথে নিয়ে এসে আহতদের চিকিৎসা করানো হবে।
এদিকে, গুহাতীর্থের সামনে যেসব পুণ্যার্থী ছিলেন, তাঁদের পঞ্চতরণীতে নিয়ে আসা হয়েছে। ২১ জন জখম পুণ্যার্থীকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে বালতালে। এখনও পর্যন্ত ৪০ জন নিখোঁজ হয়েছেন বলে খবর। উদ্ধার কাজ তদারকি করছেন কাশ্মীর পুলিশের পদস্থ কর্তারা। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার ও কাশ্মীরের ডিভিশনাল কমিশনারও উদ্ধার কাজের তদারকি করছেন। দীপক চৌহান নামে উত্তর প্রদেশের এক পুণ্যার্থী বলেন, ঘটনার পরেই পদপৃষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেনা বিশাল সাহায্য করেছে। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু তাঁবু।
আরও পড়ুন : অমরনাথ যাত্রায় হামলার ছক বানচাল, কাশ্মীরে খতম তিন জঙ্গি
তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-কাশ্মীর প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ এবং ত্রাণ বিলির নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনের তরফে কয়েকটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। এগুলি হল, এনডিআরএফ: 011- 23438252, 011-23438253, কাশ্মীর ডিভিশনাল হেল্পলাইন: 0194-2496240, শ্রাইন বোর্ড হেল্পলাইন: 0194-2313149