এসবিআই ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এই সেল চলাকালীন অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন।
প্রতীকী ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: পুজো মানেই কেনাকাটা। নতুন জামা, জুতো থেকে 'নিউ ফোন'। আর কেনাকাটা মানে এখন শুধু হাতিবাগান বা গড়িয়াহাট নয়, কোভিড পরবর্তী বিকিকিনি মানেই 'অনলাইন শপিং'। তাই উৎসবের কিছুদিন আগেই বড় ছাড়ের (Sell) ঘোষণা অ্যামাজনে (Amazon)। সপ্তাহের শুরুতেই Amazon Great Indian Festival Sale 2022 ঘোষণা করেছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা। নিজেদের ওয়েবসাইটে তারা জানিয়েছে শীঘ্রই এই সেল শুরু হবে। বিভিন্ন গ্যাজেটে আকর্ষণীয় ছাড়ের সঙ্গেই গ্রাহকরা ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার পাবেন। একই সঙ্গে থাকছে নো কস্ট ইএমআই-এর সুযোগ। তবে কবে থেকে এই সেল শুরু হবে তা জানায়নি সংস্থা।
আরও পড়ুন: ভারতের অর্থনীতির হাল স্থিতিশীল, বৃদ্ধির হারও আশাব্যঞ্জক, জানাল মুডি’জ
এই সেলে স্মার্টফোন, স্মার্টওয়াচ, কম্পিউটার যন্ত্রাংশ, স্মার্ট গ্যাজেট ও অ্যামাজন অ্যালেক্সা (Amazon Alexa) চালিত বিভিন্ন ডিভাইসে মিলবে বিশেষ ছাড়। এসবিআই (SBI) ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এই সেল চলাকালীন অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও প্রথমবারের জন্য অ্যামাজন থেকে কেনাকাটা করলে মিলবে ১০ শতাংশ ক্যাশব্যাক। এই সেল শুরুর আগেই Amazon Prime সদস্যরা বিভিন্ন ডিলে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন
বিভিন্ন স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়ের সঙ্গেই এই সেলে মোবাইল ফোন অ্যাকসেসারিজ, স্মার্টওয়াচ, ট্যাবলেট, ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসে মিলবে দুর্দান্ত ছাড়। বিভিন্ন ডিভাইসের সঙ্গে পাওয়া যাবে কম্বো অফার। একই সঙ্গে এই সেল চলাকালীন ৬০টি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে অ্যামাজন। গত সপ্তাহেই বিগ বিলিয়ন ডে (Big Billion Days 2022) এর ঘোষণা করেছিল ফ্লিপকার্ট (Flipkart)। এর পরে অ্যামাজনের সেল ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। এখন উৎসব শুরুর আগেই বাজার ধরতে জোর টক্কর দুই ই-কমার্স সংস্থার মধ্যে।