Amazon: কর্মীদের দেওয়া হবে ৫ মাসের বেতন, নতুন চাকরি খুঁজতেও সাহায্য করবে অ্যামাজন!
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: আগেই ঘোষণা করা হয়েছিল যে, নতুন বছরে কর্মী ছাঁটাই হতে চলেছে ই-কমার্স সংস্থা অ্যামাজনে। অবশেষে খারাপ খবরটা পৌঁছেই গিয়েছে অ্যামাজনের কর্মীদের কাছে। ইমেল মারফৎ জানিয়ে দেওয়া হয়েছে কতজনকে ছাঁটাই করা হবে। এই খবরে কার্যত কান্নার রোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক ই-কমার্স সংস্থার ভারতীয় অফিসে। কয়েকদিন আগেই ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিল অ্যামাজন। আগামী ১৮ জানুয়ারি থেকেই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া কার্যকরী করা হবেও জানিয়েছিলেন কোম্পানির সিইও অ্যান্ডি জেসি। আর সেই ছাঁটাইয়ের তালিকায় রয়েছে ভারত থেকে অনেক কর্মী। সূত্রের খবর অনুযায়ী, ভারতের প্রায় ১০০০ কর্মীকে বরখাস্ত করা হবে।
প্রয়োজনের থেকে বেশি লোক নেওয়া হয়ে গিয়েছে। তাই এবার ছাঁটাই। এমনটাই জানিয়েছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা অ্যামাজন। ভারত থেকে ১০০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সেই প্রক্রিয়াই শুরু হচ্ছে এবার। আর ছাঁটাইয়ের খবর আসা মাত্রই অফিসের মধ্যেই কান্নায় ভেঙে পড়লেন কর্মচারীরা। যদিও ৫ মাসের বেতনের প্রতিশ্রুতি দিয়ে ভারতে কর্মী ছাঁটাই শুরু করেছে অ্যামাজন। কিন্তু কর্মীরা এই ছাঁটাইয়ের খবরে খুশি নন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের দুঃখ, ক্ষোভ উগড়ে দিচ্ছেন কর্মচারীরা। এক কর্মচারী ট্যুইট করে লেখেন, “আমার টিমের ৭৫ শতাংশ কর্মী কাজ হারিয়েছেন। বাকি ২৫ শতাংশের মধ্যে আমি রয়েছি। কাজের উৎসাহ পাচ্ছি না যেন আর। সহ কর্মীদের অঝোরে কাঁদতে দেখছি অফিসে।” এই পোস্টটির একটি স্ক্রিনশট ট্যুইটারে ভাইরাল হয়েছে, যা ৪.৫ লক্ষেরও বেশি ভিউ এবং প্রচুর কমেন্ট এসেছে।
Atmosphere at Amazon India as layoffs take place:
— Corporate Chat India (@anonCorpChatInd) January 13, 2023
“You can hear people breaking down and crying in the office”
"75% of my team is gone, I'm still employeed but don't feel like working anymore”
Link to post on Grapevine: https://t.co/Af6tAtOgLw pic.twitter.com/qqGpKYV2sd
উল্লেখ্য, ভারত সহ বিশ্বব্যাপী কর্মীদের ছাঁটাই পর্ব শুরু করেছে অ্যামাজন। ইতিমধ্যে ভারতে বেঙ্গালুরু, গুরুগ্রাম এবং অন্যান্য জায়গায় অ্যামাজনের একাধিক দফতরে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। ছাঁটাই করা হলেও কর্মীদের ৫ মাসের বেতন দেওয়া হবে বলেও কোম্পানির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ওই কর্মীদের পরবর্তী কাজ খুঁজতেও সাহায্য করবে অ্যামাজন। কীভাবে চাকরি খুঁজবেন, কীভাবে রিজিউম বানাবেন, কীভাবে ইন্টারভিউ দেবেন, এ সব শেখানো হবে।
Tags: