সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি...
ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: যারা সন্ত্রাসবাদী-বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করছে, মদত দিচ্ছে এবং টিকিয়ে রাখতে চাইছে, তাদের নির্মূল করতে হবে। সম্প্রতি উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) নিয়ে ওই বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই ওই কথা বলেন তিনি। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে ভোট (Election) হতে পারে শীতের পরে পরেই। তাই সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসেছিলেন অমিত শাহ। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা ছাড়াও ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান, আধা সামরিক বাহিনীর কর্তারা এবং জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। জম্মু-কাশ্মীরের পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে।
এদিনের বৈঠকে সভাপতিত্ব করেন শাহ। বৈঠক হয় দিল্লিতে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের একটা ইকো-সিস্টেম চলছে। এতে সাহায্য করছে, মদত দিচ্ছে এবং টিকিয়ে রাখতে চাইছে সন্ত্রাসবাদী-বিচ্ছিন্নতাবাদীরা। সাধারণ মানুষের স্বার্থেই এদের নির্মূল করতে হবে। এদিনের বৈঠকে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবগত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। তিনি সাফ জানিয়ে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে কেন্দ্র, তার যেন অন্যথা না হয়। জিরো টলারেন্স নীতি সফল করতে প্রয়োজনীয় পরামর্শও দেন তিনি। জম্মু-কাশ্মীরে পরিকাঠামোগত যেসব উন্নয়ন হচ্ছে, সে ব্যাপারেও খোঁজখবর নেন শাহ। সমস্ত প্রকল্প যাতে সময়ের মধ্যেই শেষ হয়, সে ব্যাপারও জোর দেন তিনি। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা যাতে কেবল যোগ্য প্রাপকরাই পান, সে ব্যাপারেও প্রয়োজনীয় নির্দেশ দেন শাহ। উন্নয়নের সুফল যাতে সমাজের সর্বস্তরের মানুষ পান, সেই দিকটিও দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।
আরও পড়ুন: আজ না হয় কাল, জম্মু ও কাশ্মীর ফের রাজ্যের তকমা পাবে! ইঙ্গিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
প্রসঙ্গত, গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরের ১৬টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সংক্ষেপে এনআইএ (NIA)। যেসব সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী বেছে বেছে সংখ্যালঘু এবং নিরাপত্তা রক্ষীদের টার্গেট করছে, তাদের খোঁজেই হানা দিয়েছিল এনআইএ। চলতি সপ্তাহে নিরাপত্তা রক্ষীরা সির্দা এলাকায় নিকেশ করেছেন চার সন্ত্রাসবাদীকে। একটি ট্রাকে করে এই সন্ত্রাসবাদীরা উপত্যকায় ঢোকার চেষ্টা করেছিল। মৃত সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়ান্ত্র এবং গোলাবারুদ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।