'মহা বিকাশ আগাড়ি সরকারের যে পতন হয়েছে, তার জন্য বিজেপি দায়ী নয়'...
বক্তব্য রাখছেন অমিত শাহ। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: “উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছিলেন বিজেপির (BJP) সঙ্গে। ভোটে লড়া হয়েছিল মোদিজি ও দেবেন্দ্রজির নামে, আর উনি (উদ্ধব ঠাকরে) কংগ্রেসের কোলে গিয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য।” মহারাষ্ট্রের নান্দেদে বিজেপি আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উদ্ধবকেই নিশানা করেন অমিত শাহ (Amit Shah)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির তরফে দেশজুড়ে আয়োজন করা হচ্ছে জনসভার। নান্দেদেও এমনই একটি সভায় যোগ দিয়েছিলেন শাহ। সেই সভায় তিনি বলেন, “গত বছর মহা বিকাশ আগাড়ি সরকারের যে পতন হয়েছে, তার জন্য বিজেপি দায়ী নয়। শিব সৈনিকরা যাঁরা উদ্ধব ঠাকরের নীতিতে বিরক্ত হয়ে গিয়েছিলেন এবং শরদ পাওয়ারের দল এনসিপিতে যেতে চাননি, তাঁরাই একনাথ শিন্ডের সঙ্গে দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন।” উনিশে বিজেপি-শিবসেনা জোট প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “আমি সেই সময় বিজেপি সভাপতি ছিলাম। তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশই শিবসেনার সঙ্গে জোটের আলোচনা করেছিলেন। সেই সময় ঠিক হয়েছিল, এনডিএ যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে দেবেন্দ্র মুখ্যমন্ত্রী হবেন। উদ্ধরও এই প্রস্তাবে রাজি হয়েছিলেন। কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হতেই ঠাকরে সেই প্রতিশ্রুতি ভাঙেন এবং কংগ্রেস-এনসিপির কোলে গিয়ে বসেন।”
আরও পড়ুুন: পাহাড়়ে চাপে তৃণমূল! পঞ্চায়েতে মহাজোটের পথে বিজেপি
শাহ বলেন, “মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনা তাদের প্রতীক তীর-ধনুক ফিরে পেয়েছে। প্রমাণ হয়ে গিয়েছে, আসল শিবসেনা কারা।” সংখ্যালঘু সম্পর্কে উদ্ধবের অবস্থান ঠিক কী, এদিন তাও স্পষ্ট করতে বলেন শাহ। বলেন, “তিন তালাক বিলোপ, অভিন্ন দেওয়ানি বিধি লাগু, মুসলমানদের জন্য সংরক্ষণ এবং অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন।”
উদ্ধবের পাশাপাশি এদিন কংগ্রেসকেও একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। বলেন, “গত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা করেছেন, কংগ্রেস তা চার প্রজন্ম ধরেও করতে পারেনি।” এর পরেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেন শাহ। বলেন, “রাহুল বাবা যখন বিদেশে যান, তখন দেশের রাজনীতি নিয়ে কিছু বলেন না। আপনি যদি এ সম্পর্কে না জানেন, তাহলে প্রবীণ কংগ্রেস নেতাদের জিজ্ঞাসা করে নিন। রাহুল বাবা দেশে মুখ খোলেন না। বিদেশে গিয়ে বলেন। কারণ এদেশে তাঁর কথা শোনার মতো লোক খুব একটা নেই।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার নিরন্তর চেষ্টা করে চলেছেন মোদি। আর কংগ্রেসের যুবরাজ রাহুল বিদেশে গিয়ে দেশকে অপমান করছেন। মনে রাখবেন, মানুষ কিন্তু এটা দেখছেন”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।