বছর একুশের অভিযোগকারিণী ওই আধিকারিকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগও...
অভিযুক্ত আমলা জিতেন্দ্র নারাইন।
মাধ্যম নিউজ ডেস্ক: যৌনতার বিনিময়ে চাকরি কেলেঙ্কারির (Job for Sex Scam) তদন্ত শুরু। আন্দামান নিকোবর (Andaman and Nicobar) দ্বীপপুঞ্জের প্রাক্তন মুখ্য সচিব জিতেন্দ্র নারাইনের (Jitendra Narain) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মূল অভিযোগকারিণী তদন্তকারী আধিকারিকদের জানান, ২০ জনেরও বেশি মহিলাকে বাড়িতে নিয়ে এসে রেখে যৌন ব্যবসা করাতেন জিতেন্দ্র। তিনি যখন মুখ্যসচিব ছিলেন, তখন পোর্ট ব্লেয়ারের বাড়িতে ওই ব্যবসা চালাতেন। ঘটনার জেরে প্রবীণ ওই আইএএস অফিসারকে শুক্রবারের মধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
সেই মতো, শুক্রবারই, সিটের সামনে হাজির হন অভিযুক্ত আমলা। তাঁকে ৮ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে বিশেষ তদন্তকারী দল বা সিট। বছর একুশের অভিযোগকারিণী ওই আধিকারিকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছেন। জরুরি ভিত্তিতে তদন্ত করা প্রয়োজন বলেও জানিয়েছে আদালত। আদালত এও জানিয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট সহ যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
অভিযোগ ওঠায় এ মাসের প্রথম দিকে সাসপেন্ড করা হয় নারাইনকে। তখন তিনি দিল্লি ফাইনান্সিয়াল কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে সাসপেন্ড করা হয় তাঁকে। সেই সময় স্বরাষ্ট্র দফতর জানিয়েছিল, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই তাঁর পদ, স্টেটাস নির্বিশেষে দ্রুত পদক্ষেপ করা হবে। বিশেষত, মহিলাদের মর্যাদার সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলির ক্ষেত্রে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পুলিশ ওই তরুণীর কাছ থেকে অভিযোগ পেয়ে স্বরাষ্ট্র দফতরকে জানায়। তার পরেই সাসপেন্ড করা হয় নারাইনকে। প্রসঙ্গত, নারাইন ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার। ২০২১ সালের মার্চে তিনি আন্দামান নিকোবর (Andaman and Nicobar) দ্বীপপুঞ্জের মুখ্য সচিব হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: সশস্ত্র ও কলমধারী দুই ধরনের নকশালকেই নির্মূল করতে হবে, জানালেন মোদি
ওই তরুণীর অভিযোগ, তিনি যখন কাজের সন্ধান করছিলেন, তখন এক ব্যক্তি তাঁকে নারাইনের বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে মদ্যপান করতে বলা হলে, তিনি তাতে রাজি হননি। এর পরেই সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ। তাঁর দাবি, চাকরি তো মেলেইনি, উল্টে ঘটনার কথা যাতে ফাঁস না হয়, সেজন্য হুমকিও দেওয়া হয় ওই তরুণীকে। অভিযোগ অস্বীকার করে নারাইনের দাবি, তাঁর বিরুদ্ধে বড়সড় চক্রান্ত করা হয়েছে।