img

Follow us on

Saturday, Jan 18, 2025

Anti-Nuke Missiles: পরমাণু হামলা সুরক্ষায় বড় সাফল্য! অত্যাধুনিক ‘এডি-১’ মিসাইলের পরীক্ষা ভারতের

এডি-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ সফল হওয়ার জন্য ডিআরডিওয়ের বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

img

Anti-nuke Missiles

  2022-11-03 17:38:31

মাধ্যম নিউজ ডেস্ক: পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বড় সাফল্য পেল ভারত। প্রথমবারের জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এডি ১-র পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) তরফে এই এডি-১ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

গতকাল, বুধবার ফেজ-২ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স (বিএমডি) কর্মসূচির অন্তর্গত এডি-১ ক্ষেপণাস্ত্রের প্রথম উৎক্ষেপণ পরীক্ষা করা হয়েছে। এই প্রযুক্তির সাহায্যে, শত্রুপক্ষের ছোঁড়া শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশপথেই ধ্বংস করা সম্ভব বলে ডিআরডিও সূত্রে জানা গিয়েছে।

বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ওড়িশা উপকূলের এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের (বিএমডি) এডি ১-র পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য বিভিন্ন ভৌগোলিক স্থানে যাবতীয় বিএমডির অস্ত্র সিস্টেম তৈরি রাখা হয়েছিল। সেগুলির সাহায্যে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ভূ-পৃষ্ঠ থেকে ১৩০ কিমি পর্যন্ত উচ্চতায় পৌঁছে শক্রপক্ষের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম।

আরও পড়ুন: নরেন্দ্র মোদির জনসভার প্যান্ডেল থেকে নাট-বোল্ট খোলার ভিডিও ভাইরাল, গ্রেফতার যুবক

ডিআরডিও থেকে জানানো হয়েছে, এডি ১ (AD-1) একটি দূরপাল্লার ইন্সেপটর মিসাইল। AD-1 একটি দ্বি-পর্যায়ের মোটর দ্বারা চালিত এবং এটি দেশীয়ভাবে উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা, নেভিগেশন এবং গাইডেন্স অ্যালগরিদম দিয়ে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ সফল হওয়ার জন্য ডিআরডিওয়ের বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেছেন, সেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ফলে ভারতের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যাবে। ওই এডি-১ ক্ষেপণাস্ত্রকে 'অনন্য প্রকার'-র ইন্টারসেপ্টর হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, বিশ্বের কয়েকটি দেশেই এরকম অত্যাধুনিক প্রযুক্তি আছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

DRDO

Anti-nuke Missiles

AD 1 Missiles


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর