img

Follow us on

Sunday, Oct 06, 2024

Anti Tank Guided Missile: ডিআরডিওর মুকুটে নয়া পালক! অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা

মহারাষ্ট্রের আহমেদনগরের কেকে রেঞ্জ থেকে ভারতীয় সেনা এই মিসাইলের পরীক্ষা করে।

img

drdo

  2022-07-04 07:53:13

মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারত প্রকল্পে আরও এক সাফল্যের মুখ দেখল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry)। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organisation) তৈরি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের (Anti Tank Guided Missile) পরীক্ষা সফল হয়। গত ২৯ জুন মহারাষ্ট্রের (Maharashtra) আহমেদনগরের (Ahmednagar) কেকে রেঞ্জ থেকে ভারতীয় সেনারা এই মিসাইল ছুঁড়ে এর পরীক্ষা করে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, সফলভাবে যুদ্ধ ট্যাঙ্ক অর্জুন থেকে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছুড়ে নজির গড়ল ডিআরডিও ও ভারতীয় সেনা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এদিন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন ও ভারতীয় সেনাদের এই সাফল্যের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন।

">

আরও পড়ুন: চালকবিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা ডিআরডিও'র! উচ্ছ্বসিত প্রতিরক্ষামন্ত্রী

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, মিসাইলটি নিখুঁত নিশানায় আঘাত করতে পেরেছে এবং যে নির্দিষ্ট পরিমাণ দূরত্বকে টার্গেট করা হয়েছিল তা সফলভাবে পূরণ হয়। ফলে এই মিসাইলের টেস্ট ফায়ার সফল হয়।

">

DRDO-এর চেয়ারম্যান, ডঃ জি সতীশ রেড্ডি (Dr G Satheesh Reddy ) অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেমের নকশা, উন্নয়ন এবং পরীক্ষায় জড়িত দলগুলিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলটি এমবিটি অর্জুন যুদ্ধ ট্যাঙ্ককে আরও শক্তিশালী করে তুলবে।

আরও পড়ুন:'পৃথ্বী-২' ক্ষেপণাস্ত্রের সফল নৈশকালীন উৎক্ষেপণ ভারতের

প্রতিরক্ষা মন্ত্রকের মতে, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের কিছু সীমাবদ্ধতার কারণে নিম্ন রেঞ্জের লক্ষ্যগুলিকে নিক্ষেপ করতে সমস্যা হলেও অর্জুন ট্যাঙ্কের জন্য এই মিসাইলটি ছোঁড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে, অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলটি যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ রেঞ্জের লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করতে সক্ষম তা এই টেস্ট- ফায়ারের মাধ্যমে জানা যায়।  এখানেই শেষ নয়, অল ট্যাঙ্ক গাইডেড মিসাইলটিকে (ATGM) বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যাতে সহজেই উৎক্ষেপণ করা যায় সেই অনুযায়ী তৈরি করা হয়েছে। বর্তমানে এমবিটি অর্জুনের ১২০ মিমি রাইফেল বন্দুক থেকে এটিকে উৎক্ষেপণ করার জন্য পরীক্ষা করা হচ্ছে।

 

Tags:

Indian Army

Defence Ministry

DRDO

Anti tank Guided Missile

Arjun battle tank

Anti tank Guided Missile of India


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর