img

Follow us on

Saturday, Jan 18, 2025

Arunachal Pradesh: অরুণাচল প্রদেশের সেই কপ্টার দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান,  উদ্ধার দেহ  

গত পাঁচ বছরে কপ্টার ও এয়ারক্র্যাফ্ট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে...

img

এখানেই ভেঙে পড়েছিল কপ্টারটি।

  2022-10-22 13:11:33

মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের আপার সিয়াংয়ে কপ্টার দুর্ঘটনায় কপ্টারে থাকা সব জওয়ানেরই মৃত্যু হয়েছে। মৃত পাঁচ জওয়ানের দেহ উদ্ধার হওয়ার পর জানা গিয়েছে একথা। শুক্রবার সকালে রুটিন মহড়া চলছিল অরুণাচল প্রদেশে। আচমকাই আপার সিয়াংয়ের মিগিং গ্রামের কাছে ভেঙে পড়ে সেনাবাহিনীর একটি কপ্টার (Airforce Helicopter)। ভেঙে যাওয়া কপ্টারটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল রওনা দেয় অকুস্থলের দিকে। তবে এলাকাটি দুর্গম। তাই ব্যাহত হয় উদ্ধার কাজ। পরে অবশ্য উদ্ধার হয় পাঁচ জওয়ানের দেহ।

জানা গিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে আগেই কপ্টারটির চালকের কাছ থেকে সাহায্যের আবেদন পায় এয়ার ট্রাফিক কন্ট্রোল। এও জানানো হয়, যান্ত্রিক কিংবা প্রযুক্তিগত কারণে কপ্টারে সমস্যা দেখা দিয়েছে, সাহায্য চাই। সেনার দাবি, এদিন আবহাওয়া পরিষ্কার ছিল। চালকও ছিলেন অভিজ্ঞ। জারি করা বিবৃতিতে সেনার তরফে জানানো হয়েছে, যেখানে কপ্টারটি ভেঙে পড়েছিল, সেই জায়গায় পৌঁছানো ছিল চ্যালেঞ্জের। পাহাড়ে ঘেরা দুর্গম জায়গা, ঘন জঙ্গলে ঢাকা। বিবৃতিতে আরও জানানো হয়েছে, কপ্টার পাইলটের টানা ৬০০ ঘণ্টার বেশি সম্মিলিত উড়ানের অভিজ্ঞতা রয়েছে। কপ্টারটি সার্ভিসিং করা হয়েছিল ২০১৫ সালের জুন মাসে। দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: অরুণাচল প্রদেশে আচমকাই ভেঙে পড়ল সেনা বাহিনীর কপ্টার, শুরু উদ্ধারকাজ

প্রসঙ্গত, শুক্রবার যে কপ্টারটি ভেঙে পড়ে, সেটি হাল রুদ্র। কপ্টারটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। ভারতীয় সেনার জন্য তৈরি এই কপ্টারটি একটি অ্যাটাক কপ্টার। এটি তৈরি করেছিল হিন্দুস্তান অ্যারোনটিস্ক লিমিটেড। ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারের আধুনিক ও শক্তিশালী একটি ভ্যারিয়েন্ট এটি। কপ্টারটি অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত। এদিকে, সেনা সূত্রে খবর, গত পাঁচ বছরে কপ্টার ও এয়ারক্র্যাফ্ট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫০ জনের। ২০১৭ সাল থেকে দুর্ঘটনার কবলে পড়েছে সশস্ত্র বাহিনীর ২০ চপার। এই দুর্ঘটনাগুলিতে সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। জখম হয়েছেন ২৫ জন। ৫ অক্টোবর, বিজয়া দশমীর দিন অরুণাচল প্রদেশেই ভেঙে পড়েছিল একটি সেনা কপ্টার। সেবার প্রাণ হারিয়েছিলেন কপ্টারটির পাইলট। এবার প্রাণ হারালেন কপ্টার চালক সহ মোট পাঁচজন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Bengali news

Arunachal Pradesh

Helicopter

Airforce Helicopter

airforce helicopter crashed at arunachal Pradesh


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর