রবিবার সকাল ১১টা নাগাদ রাজধানীর সিবিআই দফতরে পৌঁছেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী
অরবিন্দ কেজরিওয়াল
মাধ্যম নিউজ ডেস্ক: আবগারি দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে সিবিআই গ্রেফতার করেছে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে। একই মামলায় রবিবার টানা ৯ ঘণ্টা জেরা করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। সিবিআই সূত্রে খবর, কেজরিওয়ালকে সিআরপিসির ১৬০ নং ধারা অনুযায়ী সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল কেজরিওয়ালকে। রবিবার সকাল ১১টা নাগাদ রাজধানীর সিবিআই দফতরে পৌঁছেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। রাত সাড়ে আটটা নাগাদ বেরোলেন তিনি। ন’ঘণ্টার বেশি সময় ধরে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় এজেন্সি। এর মধ্যে বিকেল পাঁচটায় আপের সদর দফতরে জরুরি বৈঠকে বসেন দলের নেতানেত্রীরা। পঙ্কজ গুপ্ত, দিল্লির মেয়র শেলি ওবেরয়রা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এত দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়। তাঁরা গ্রেফতারির আশঙ্কা করতে থাকেন।
#WATCH | CBI questioning conducted for 9.5 hours. Entire alleged liquor scam is fake, AAP is 'kattar imaandaar party'. They want to finish AAP but the country's people are with us...: Delhi CM Arvind Kejriwal speaks after nine hours of CBI questioning in excise policy case pic.twitter.com/ODnCGKv7R3
— ANI (@ANI) April 16, 2023
জেরা শেষে সিবিআই অফিস থেকে বেরিয়ে এসে অবশ্য আম আদমি পার্টি প্রধান দাবি করেন, এই গোটা মামলাটি ভুয়ো। তাঁর আরও দাবি, ‘আমি সততার সঙ্গে আপস করব না কখনও। গোটা দেশ আমাদের সঙ্গে রয়েছে। আমায় ৫৬টি প্রশ্ন করা হয়েছিল। ২০২০ সাল থেকে উন্নয়ন নিয়ে প্রশ্ন করা হয়েছে। সিবিআই আমার সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেনি। এই গোটাটাই ফেক। আমি নিশ্চিত, আমার বিরুদ্ধে ওদের কাছে কোনও তথ্য নেই।’
অপরদিকে সিবিআইয়ের তরফে এই মামলা সম্পর্কে একটি বিবৃতি জারি করে দাবি করা হয়েছে যে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বয়ান খতিয়ে দেখা হবে। জানা গিয়েছে, সিআরপিসির ১৬১ নং ধারা অনুযায়ী কেজরিওয়ালের (Arvind Kejriwal) বয়ান রেকর্ড করা হয় গতকাল। মোট ৫৬টি প্রশ্ন তাঁকে করা হয় বলে জানা গিয়েছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Tags: