img

Follow us on

Saturday, Jan 18, 2025

Ram Mandir Pran Pratishtha: রাম মন্দির উদ্বোধনে চাঁদের হাট, আমন্ত্রণ পত্র পেলেন সচিন-কোহলি, আশা-ঊষা

Ram Temple Ajodhya: রাম মন্দিরের উদ্বোধনে সমাজের বিভিন্ন অংশের প্রায় ২,৫০০ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত

img

রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ।

  2024-01-16 19:56:18

মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রস্তুতি প্রায় সারা। রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চার হাজার সাধু-সন্ত উপস্থিত থাকবেন। সমাজের বিভিন্ন অংশের প্রায় ২,৫০০ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানান হয়েছে। বিশিষ্টদের তালিকায় খেলাধুলা, চলচ্চিত্র, শিক্ষা জগতের স্বনামধন্য ও পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা থাকবেন। রাজনৈতিক জগতের বহু নামীদামি ব্যক্তিত্ব সেখানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তাঁদের কাছে নিমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে। আমন্ত্রণ পত্র হাতে পেয়েছেন আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর-সহ দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

বলিউডের আমন্ত্রিতরা

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট (Shree Ram Janmabhoomi Tirtha Kshetra Trust) ২২শে জানুয়ারি দুপুরবেলা রাম লালার মূর্তিকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছে। শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস আগেই জানিয়েছিলেন যে, প্রাণ প্রতিষ্ঠা ট্রাস্টের (Pran Pratishtha) পক্ষ থেকে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও আরও কলাকুশলীদের আমন্ত্রিত করা হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন অজয় দেবগণ, প্রভাস, যশ, মোহনলাল, অরুণ গোভিল, মাধুরী দীক্ষিত, ধনুষ, রণবীর কাপুর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, কঙ্গনা রানওয়াত, অনুষ্কা শর্মা, সুভাষ ঘাই-দের মত চলচ্চিত্র তারকারা। সকলেই রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অংশ নিতে পারবেন ভেবে খুশি। আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য প্রথমে মরিয়দা পুরুষোত্তম শ্রী রাম বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্স, কুবের টিলা, শিব মন্দিরে যাবেন। তারপর মন্দিরের গর্ভগৃহের প্রাণ প্রতিষ্ঠায় অংশ নেবেন। পুজোর পর রামলালার আরতি হবে।

আরও পড়ুন: রাম মন্দিরের যজ্ঞশালায় মূর্তি নির্মাণের কাজ করছেন বঙ্গের শিল্পীরা, শুরু হল পূজাচার

কবে থেকে সাধারণ দশর্নার্থীরা যাবেন

উদ্বোধনের দিন সাধারণ মানুষদের অযোধ্যায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবেদন করেছেন, রামলাল্লার অসুবিধার কথা মাথায় রেখে ২২ জানুয়ারি যেন আমন্ত্রিতরা ছাড়া কেউ যেন অযোধ্যায় না আসেন। সাধারণ মানুষদের প্রবেশ রুখতে অযোধ্যা বর্ডারে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও তৈরি হয়েছে। শুধু ২২ জানুয়ারি নয়, উদ্বোধনের আগের দু দিন মানে ২০ ও ২১ জানুয়ারিও অযোধ্যা রামমন্দিরের সামনে আসতে পারবেন না কোনও সাধারণ মানুষ। সেদিন থেকেই অযোধ্যায় সাধারণ মানুষদের প্রবেশ নিষিদ্ধ হচ্ছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রর সাধারণ সচিব চম্পত রাই জানালেন, উদ্বোধনের পরদিন মানে আগামী ২৩ জানুয়ারি থেকে সাধারণ মানুষদের জন্য অযোধ্যায় রাম মন্দির দর্শনের জন্য দরজা খুলে যাচ্ছে। সেদিন থেকেই সাধারণ মানুষ অযোধ্যায় রাম মন্দিরে ঢুকে প্রাণ খুলে ভগবান রামের দর্শন করতে পারবেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Ayodhya Ram Temple

Ram Lalla

Shri Ram Janmabhoomi Teerth Kshetr

Ayodhya Ram Temple

Ram Mandir Pran Pratishtha


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর