img

Follow us on

Thursday, Dec 12, 2024

Assam: প্রকাশ্যে বিক্রি নয়, হোটেল-রেস্তোরাঁয় মিলবে না গোমাংস, নয়া সিদ্ধান্ত অসম সরকারের

Beef Ban: অসমে পরিসর বাড়ল গোমাংস নিষেধাজ্ঞার, কী কী করা যাবে না জানেন?...

img

হোটেল-রেস্তরাঁয় মিলবে গোমাংস, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ফাইল ছবি।

  2024-12-05 11:40:36

মাধ্যম নিউজ ডেস্ক: হোটেল-রেস্তোরাঁ কিংবা বিয়েবাড়িতেও পরিবেশন করা যাবে না গোমাংস (Beef Ban)। প্রকাশ্যে গোমাংস বিক্রিতেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ধরা পড়লেই পেতে হবে কঠিন শাস্তি। বুধবার এমনই ঘোষণা করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

গোমাংস নিয়ে আগের নিয়ম (Assam)

প্রসঙ্গত, অসমে গোমাংস নিষিদ্ধ না হলেও, অসম গো-সংরক্ষণ আইন অনুযায়ী, হিন্দু, শিখ বা জৈন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় গোহত্যা ও গোমাংস বিক্রি নিষিদ্ধ। মন্দির কিংবা ধর্মীয় স্থানের পাঁচ কিলোমিটারের মধ্যেও গোমাংস বিক্রিতে নিষাধাজ্ঞা জারি ছিল। এবার তা জারি করা হল হোটেল-রেস্তোরাঁ-বিয়েবাড়িতেও।

কী বললেন মুখ্যমন্ত্রী

বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, অসমে কোনও হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস বিক্রি করা যাবে না। কোনও অনুষ্ঠানে পরিবেশন বা প্রকাশ্যে গোমাংস বিক্রিও করা যাবে না।” তিনি জানান, রাজ্য ক্যাবিনেট বৈঠকেই গোমাংস পরিবেশনে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই আইনেও পরিবর্তন আনা হবে এবং নয়া এই বিধিগুলির সংযোজন করা হবে। হিমন্ত জানান, আগে তাঁদের সিদ্ধান্ত ছিল মন্দিরের কাছে গোমাংস খাওয়া বন্ধ করা হবে। কিন্তু এবার থেকে গোটা অসমেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অসমের মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, “আমি অসম (Assam) কংগ্রেসকে অনুরোধ করছি, তারা যেন গোমাংস নিষিদ্ধ করাকে স্বাগত জানায়।”

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “অসম গো সংরক্ষণ আইন – ২০২১ আরও শক্তিশালী করতে মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে কোনও হোটেল, রেস্তরাঁ বা জনসমাগমস্থলে গরুর মাংস পরিবেশন বা খাওয়া যাবে না। এটি আইনে সংযোজন করা হবে।”

আরও পড়ুন: চলছে হিন্দু নির্যাতন, ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব, সুর নরম বাংলাদেশের

প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস নেতা ও ধুবড়ির সাংসদ রকিবুল হুসেন অভিযোগ করেন সামাগুড়ির সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করতে গোমাংস পার্টির আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কংগ্রেস নেতার এই বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “ভূপেন বোরা ও রাকিবুল হুসেন-সহ কংগ্রেস নেতারা অসমে গোমাংস খাওয়া নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন (Beef Ban)। আমি আশা করি, তাঁরা আগের আইনে এই নতুন নিষেধাজ্ঞাগুলি অন্তর্ভুক্ত করতে আমাদের সহযোগিতা করবেন (Assam)।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Assam

Himanta Biswa Sarma

Beef Ban

Assam Cattle Preservation Act

news in bengali       


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর