কংগ্রেসের চিন্তন শিবিরে সাজানো হচ্ছে মহারণ মোকাবিলার অস্ত্র....
কংগ্রেসের চিন্তন শিবির (নিজস্ব ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: পাখির চোখ ২০২৪ এর লোকসভা নির্বাচন (2024 lokshabha election)। বিজেপিকে (BJP) গদিচ্যুত করতে স্ট্র্যাটেজি তৈরি করতেই কংগ্রেস (congress) শাসিত রাজস্থানের (rajasthan) উদয়পুরে বসছে দলের চিন্তন শিবির (chintan shivir)। সেখানে চব্বিশের মহারণের যে রণকৌশল স্থির হবে, তা যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সেজন্য মোবাইল জমা রাখার নির্দেশ দেওয়া হল শিবিরে উপস্থিত প্রতিনিধিদের।
টানা দু বার কেন্দ্রের শাসন ক্ষমতায় এসেছে বিজেপি। সরকারের নেতৃত্ব দিয়েছেন নরেন্দ্র মোদি (Modi) । ২০১৪ সালে ইউপিএ সরকারকে (UPA govt) পরাস্ত করে বিজেপিকে কেন্দ্রের কুর্সিতে বসান নরেন্দ্র মোদি-অমিত শাহ (Amit Shah) জুটি। এই জুটির নেতৃত্বেই একের পর এক রাজ্যে কংগ্রেসকে হারিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি-রাজ। মোদি-শাহের জুটির রণকৌশলের জেরে বিভিন্ন রাজ্যে ঘায়েল হয়েছে বিরোধীরা। লোকসভা নির্বাচনেও বিরোধীদের মাত দিতে এখন থেকেই অস্ত্রে শান দিতে শুরু করেছে গেরুয়া শিবির।
পদ্ম শিবিরকে লোকসভা নির্বাচনে ধরাশায়ী করতে আস্তিন গুটোচ্ছে কংগ্রেসও। যার কারণে দীর্ঘদিন পরে এবার ফের বসেছে চিন্তন শিবির। শুক্রবার শুরু হওয়া শিবির চলবে তিনদিন ধরে।
শুক্রবার উদ্বোধনী ভাষণ দিয়েছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন প্রসিডেন্ট সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। স্বাগত ভাষণে তিনি জানিয়েছিলেন, কংগ্রেসকে চাঙা করতে ঋণ শোধ করতে হবে কর্মীদের।
দ্বিতীয় দিনেও আরও নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। লোকসভা নির্বাচনে কুর্সিতে ফেরার কৌশল নিয়েও আলোচনা হওয়ার কথা। সেই কৌশল যাতে বিধোধী শিবিরে পৌঁছে না যায় তাই ফোন জমা রাখতে বলা হয়েছে শিবিরে আসা কংগ্রেস প্রতিনিধিদের।
বর্তমানে কংগ্রেসের হাতে রয়েছে মাত্র দুটি রাজ্যের রশি। একটি ছত্তিশগড়, অন্যটি রাজস্থান। এই রাজস্থানের দায়িত্বে রয়েছেন কংগ্রেস নেতা অজয় মাকেন (Ajay Maken)। তিনি বলেন, পার্টির গোপন খবর যাতে বাইরে চলে না যায় তাই শিবিরে উপস্থিত প্রতিনিধিদের ফোন জমা রাখতে বলা হয়েছে। তিনি জানান, প্রত্যেকের জন্য লকারের ব্যবস্থা করা হয়েছে। চাবিও রয়েছে। সেখানেই যেন প্রতিনিধিরা ফোন জমা রাখেন।
আরও পড়ুন : বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নিতে হবে, চিন্তন শিবিরে বার্তা সোনিয়ার
বিজেপির ‘মেরুকরণের রাজনীতি’র মোকাবিলায় কী করা যায়, এই শিবিরে তা নিয়ে আলোচনা হওয়ার কথা। দলিত, সংখ্যালঘু এবং ওবিসি ভোটারদের কীভাবে ফের কংগ্রেসমুখী করা যায়, তা নিয়েও আলোচনা হবে। গত মাসে ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোর (Prashant Kishor) কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আলোচনা বসেন। কংগ্রেসকে চাঙা করার গুচ্ছ দাওয়াইও দেন তিনি। তারই একটি দলিত, ওবিসি এবং সংখ্যালঘুদের ভোট হাতের ঝুলিতে ফেরানো। দলিত এবং ওবিসি ভোটে ভাগ বসিয়েই যে বিজেপি এবারও উত্তর প্রদেশে ক্ষমতায় ফিরতে পেরেছে, বিধানসভা নির্বাচনের ফলেই তা স্পষ্ট। দেশজুড়ে এই ভোট কীভাবে ফেরানো হবে, তার উপায় বাতলানো হতে পারে কংগ্রেসের এই শিবিরে। বিজেপির মেরুকরণের রাজনীতির মোকাবিলায় কী করণীয়, তাও আলোচনা হবে বলে কংগ্রেস সূত্রে খবর।