RSS: ৫৪ বছর বয়সি আরএসএস প্রচারক অতুল লিমায়ের স্যোশাল ইঞ্জিনিয়ারিং দারুণ কাজে এল বিজেপির মহারাষ্ট্র জয়ে
মহারাষ্ট্রে এনডিএ শিবিরের জয়ের অন্যতম কাণ্ডারী অতুল লিমায়ে (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে বিপুল জয় পেয়েছে বিজেপি। পরপর তিনবার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হতে চলেছে সেখানে। এই জয়ের অন্যতম কারিগর হিসেবে উঠে আসছে ৫৪ বছর বয়সি এক ইঞ্জিনিয়ারের নাম। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক অতুল লিমায়ে। আদতে নাসিকের বাসিন্দা অতুল লিমায়ে (Atul Limaye) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগদান করেন তিন দশক আগেই। প্রচারক হিসেবে যোগদান করার পর আরএসএসের বিভিন্ন দায়িত্ব তিনি সামলেছেন তিনি। জানা যায়, তাঁর আগে এক বহুজাতিক সংস্থায় তিনি কাজ করতেন। এরপরেই ধীরে ধীরে সংগঠনের ওপরে উঠতে থাকেন তিনি। দায়িত্ব পান পশ্চিম মহারাষ্ট্রের প্রান্ত প্রচারকের। এরপর মহারাষ্ট্র, গুজরাট ও গোয়া প্রান্ত নিয়ে গঠিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পশ্চিম ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রীয় প্রচারকের দায়িত্ব সামলান তিনি। জানা যায়, সংগঠনের শ্রী বৃদ্ধি করতে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কদের কাজে লাগাতে শুরু করেন তিনি। চালান সমীক্ষা। তাঁর তৈরি গবেষকদের দল মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেও কাজ শুরু করে।
২০১৭ সালের মারাঠা সংরক্ষণ আন্দোলন এবং ২০১৮ সালের ছদ্ম মাওবাদী ইস্যু- এই দুটির মোকাবিলাতে তাঁর তৈরি ন্যারেটিভ দারুণ কাজে দেয় বলে খবর। একই সঙ্গে অতুল লিমায়ের রয়েছে ভূমিস্তরেও যোগাযোগ। হিন্দুভোটকে সংগঠিত করতে ২০১৬-১৭ সালে ছত্রপতি শিবাজী মহারাজকে স্মরণ করতে শিবশক্তি উৎসবের সূচনা করেন তিনি। মহারাষ্ট্রে ষাট হাজারেরও বেশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) স্বয়ং সেবকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা যায়। শিবশক্তির সঙ্গমের মধ্যে দিয়ে হিন্দু জাতীয়তাবোধের ব্যাপক জাগরণ শুরু হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ‘সজাগ রহো’ কর্মসূচি গ্রহণ করে। অর্থাৎ সতর্ক থাকুন। এটিও আদতে ছিল অতুল লিমায়ের (Atul Limaye) মস্তিস্ক প্রসূত। কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক স্বয়ংসেবক রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যান। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) স্বয়ংসেবকরা সেখানকার তেলি, মালি, সুতার, বানজারা প্রভৃতি সম্প্রদায়ের মধ্যে পৌঁছে যান। যার ফল মিলল ভোটে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।