img

Follow us on

Sunday, Jan 19, 2025

Covid 19: স্বাধীনতা দিবসের উৎসবে ভিড় এড়িয়ে চলুন, সতর্ক করল কেন্দ্র

কোভিড নিয়ম বিধিও প্রত্য়েককে মানতে হবে বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

img

করোনা

  2022-08-13 14:28:36

মাধ্যম নিউজ ডেস্ক:  সামনেই স্বাধীনতা দিবস (Independence Day)। ৭৫তম স্বাধীনতা দিবসের আনন্দে সামিল হবে গোটা দেশ। কিন্তু তার আগেই গোটা দেশকে কোভিড (Covid 19) নিয়ে সাবধান করল কেন্দ্র। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যাতে কোনওভাবেই একসঙ্গে বেশি মানুষ একত্রিত (Gathering) না হন, সেদিকে রাজ্যগুলিকে খেয়াল রাখার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। দেশে করোনাগ্রাফ ঊর্ধ্বমুখী। এই অবস্থায় দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্য়ে জনবহুল জায়গায় যাতে কেউ না যান, সেই অনুরোধও জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। স্বাধীনতা দিবসের আনন্দ যাতে কোনওভাবেই করোনা সংক্রমণকে প্রভাবিত না করে সে দিকে নজর রাখার কথা বলা হয়েছে। সেই সঙ্গে কোভিড নিয়ম বিধিও প্রত্য়েককে মানতে হবে বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।  

আরও পড়ুন: কোভিশিল্ড-কোভ্যাক্সিনের পর বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে কর্বেভ্যাক্সও, অনুমোদন কেন্দ্রের    

 

দিল্লিতে ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। সম্প্রতি ওমিক্রনের BA 2.75 ভ্যারিয়েন্টের খোঁজ মেলে রাজধানীতে। দিল্লিতে যে ব্যক্তির শরীরে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্টের খোঁজ মেলে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমিক্রনের আগের ভ্যারিয়েন্টের তুলনায় BA 2.75 ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক হতে পারে বলে মনে করছেন গবেষকরা। এই নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। 

আরও পড়ুন: ভয় ধরাচ্ছে করোনা, দেশে একদিনে আক্রান্ত ১৬,০৪৭ জন, মৃত্যু ৫৪ জনের

দিল্লিতে (Delhi) ফের মাস্ক পরাকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। মাস্ক না পরে কেউ জনবহুল জায়গায় গেলে, ৫০০ টাকা জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়েছে দিল্লি সরকারের তরফে। দিল্লির পাশপাশি কর্ণাটকেও কোভিড সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। করোনা নিয়ে কেন্দ্রের তরফে দক্ষিণের রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে।  

Tags:

Covid 19

INDEPENDENCE DAY

Gathering