img

Follow us on

Tuesday, Nov 19, 2024

Ayodhya Airport: উদ্বোধনের মুখে রামমন্দির, ১৫ ডিসেম্বরের মধ্যে তৈরি হচ্ছে অযোধ্যার বিমানবন্দর

শনিবারই অযোধ্যার নবনির্মিত বিমান বন্দর পরিদর্শন করেন যোগী আদিত্যনাথ....

img

অযোধ্যার বিমান বন্দর পরিদর্শনে যোগী আদিত্যনাথ (সংগৃহীত ছবি)

  2023-12-03 09:18:40

মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের ২২ জানুয়ারি রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তার আগে শনিবারই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করলেন যে প্রথম ধাপে অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কাজ শেষ হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে। অযোধ্যার ওই বিমানবন্দরেরও (Ayodhya Airport) নামও রামের নামেই,'মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট'। রামনগরী আগামীদিনে সারা পৃথিবীর হিন্দুদের কাছেই পবিত্র তীর্থস্থান হয় উঠতে চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই রাম ভক্তরা আসবেন অযোধ্য়ায় (Ayodhya Airport)। সে কথা মাথায় রেখেই দ্রুত কাজ শেষ করতে চাইছে যোগী সরকার।

শনিবার বিমানবন্দর পরিদর্শনে যোগী আদিত্যনাথ

শনিবারই বিমানবন্দরে পরিদর্শন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তখনই তিনি বিমানবন্দরের প্রথম ধাপের কাজ শেষ করার ঘোষণা করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং বিমান-মন্ত্রকের (Ayodhya Airport) প্রতিমন্ত্রী ভিকে সিং। ভিকে সিং এদিন বলেন, ‘‘অযোধ্যা নতুন ভারতের অন্যতম ভরকেন্দ্র হতে চলেছে এবং এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতা কারণে।’’ প্রসঙ্গত, রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে বদলে গিয়েছে, সম্পূর্ণ অযোধ্যার চিত্র। বাড়ছে ব্যবসা-বাণিজ্য। ওয়াকিবহাল মহলের ধারনা, রামমন্দিরের আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। দিন কয়েক আগেই থাইল্যান্ড থেকেও এসেছে মাটি। সম্প্রতি, ব্যাঙ্ককে বিশ্ব হিন্দু সম্মেলনে ঘোষণাও করা হয় যে ২০০টি দেশে সম্প্রচার করা হবে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান।

রামনগরীর বিমানবন্দরে তিনটি উড়ান সম্ভব প্রতি ঘণ্টায়

এদিন উচ্চস্তরের বৈঠকের পরে যোগী আদিত্যনাথ ঘোষণা করেন যে অযোধ্যা সমেত গোটা রাজ্যেই সরকার উন্নয়নের জন্য দায়বদ্ধ। রামনগরী অযোধ্যাতে পরিকাঠামোগত উন্নয়নের কাজ আগামীদিনেও চলবে বলে জানিয়েছেন তিনি। অন্য দিকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘‘অযোধ্যায় এই বিমানবন্দরে (Ayodhya Airport) প্রথম ধাপে ৬৫ হাজার বর্গফুট টার্মিনাল তৈরি করা গিয়েছে। তিনটি উড়ান সম্ভব প্রতি ঘণ্টায়।’’ ২,২০০ মিটার রানওয়ে রয়েছে রামনগরীর বিমানবন্দরে। মন্ত্রী আরও বলেন যে ওই রানওয়েকে বাড়ানো হবে ৩,৭০০মিটার পর্যন্ত দ্বিতীয় দফায়।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Ram Mandir

Chief Minister Yogi Adityanath

Ayodhya Airport

Maryada Purushottam Shri Ram International Airport


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর